ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার রাজপুর রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে দীর্ঘ ১০ ঘন্টা যাবত চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেট এবং ঢাকার সঙ্গে নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ থাকে।
সোমবার ভোররাত সাড়ে তিনটার দিকে রাজাপুর রেল স্টেশনের আউটার সিগনালে প্রবেশের পূর্বে এ দূর্ঘটনা ঘটে।
লাকসাম রেলওয়ে জংশনের সহকারী প্রকৌশলী লেয়াকত আলী মজুমদার জানান, ভোর ৪টায় দুর্ঘটনার খবর পাওয়া গেছে। দীর্ঘ ১০ ঘন্টার চেষ্টায় লাইনচ্যুত বগি উদ্ধার ও লাইন মেরামত করা হয়েছে।
রাজাপুর রেল স্টেশনের মাস্টার রেজাউল করিম জানান, স্টেশনের প্রায় এক কিলোমিটার দূরে বগি লাইন থেকে পড়ে যায়। অনেকটা দূর এগিয়ে এসে রাজাপুর রেলস্টেশনের প্রবেশ মুখে আউটার সিগনালের আগে মাঝখানের দুটি বগি উল্টে যায় ও একটি বগি কাত হয়ে যায়। এতে করে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেট, ঢাকা সঙ্গে নোয়াখালী রুটে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। কুমিল্লাসহ বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহি ট্রেন আটকা পড়ে।
এদিকে, দীর্ঘ ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও চট্টগ্রাম-নোয়াখালী লাইনে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে স্টেশনের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লিয়াকত আলী মজুমদার।
তিনি জানান, বুড়িচংয়ের রাজাপুর রেললাইনে উল্টে যাওয়া মালবাহী ট্রেনের তিনটি বগি উদ্ধার ও রেললাইন মেরামত শেষে দুপুর দেড়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















