০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

ইতু সোম -এর নতুন গান “না পারি কইতে”

সম্প্রতি নিজের লেখা ও সুরে “না পারি কইতে” শিরোনামে রিলিজ হলো প্রতিভাবান শিল্পী ইতু সোম-এর নতুন একটি গান। ইতিমধ্যে গানটি দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে। মাত্র দুই দিনেই পাঁচ হাজার ভিউয়ার অতিক্রম করেছে। আরো নতুন কিছু গানের কাজ চলছে এই শিল্পীর। গানের পাশাপাশি ইতু সংসার এবং ‘ল’ প্রাকটিজ নিয়ে ব্যস্ত। লেখাপড়া ও অন্যান্য কাজকর্মের পাশাপাশি সংগীত চর্চা ছোটবেলা থেকেই কম বেশি অব্যাহত রেখেছেন উদীয়মান সংগীত শিল্পী ইতু সোম।

বরিশাল বিএম কলেজ থেকে মাস্টার্স, NiiT থেকে কম্পিউটারে ‘অনার্স ডিপ্লামা ইন আইটি ম্যানেজমেন্ট’ কোর্স এবং বরিশাল ‘ল’ কলেজ থেকে এলএলবি শেষ করেছেন। স্কুল জীবনে খেলাধূলা করেছেন প্রায় ছয় বছর।

একসময় বহু বছর শিক্ষকতা পেশা ও সাংস্কৃতিক সংগঠনে নিজেকে ব্যস্ত রেখেছেন। তাছাড়া বরিশাল জজ কোর্ট কম্পাউন্ডে অবস্থিত ‘বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)’- এ আইন বিষয়ে চাকুরী করেছেন বিগত ৮ টি বছর। যেকোন ভালো কাজে পরিবারের উৎসাহ পেয়েছেন সবসময়। সকলের শুভ কামনা থাকলে সংগীত জগতে আরো এগিয়ে যেতে চান ইতু সোম।

ট্যাগ :

ইতু সোম -এর নতুন গান “না পারি কইতে”

প্রকাশিত : ০৫:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২

সম্প্রতি নিজের লেখা ও সুরে “না পারি কইতে” শিরোনামে রিলিজ হলো প্রতিভাবান শিল্পী ইতু সোম-এর নতুন একটি গান। ইতিমধ্যে গানটি দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে। মাত্র দুই দিনেই পাঁচ হাজার ভিউয়ার অতিক্রম করেছে। আরো নতুন কিছু গানের কাজ চলছে এই শিল্পীর। গানের পাশাপাশি ইতু সংসার এবং ‘ল’ প্রাকটিজ নিয়ে ব্যস্ত। লেখাপড়া ও অন্যান্য কাজকর্মের পাশাপাশি সংগীত চর্চা ছোটবেলা থেকেই কম বেশি অব্যাহত রেখেছেন উদীয়মান সংগীত শিল্পী ইতু সোম।

বরিশাল বিএম কলেজ থেকে মাস্টার্স, NiiT থেকে কম্পিউটারে ‘অনার্স ডিপ্লামা ইন আইটি ম্যানেজমেন্ট’ কোর্স এবং বরিশাল ‘ল’ কলেজ থেকে এলএলবি শেষ করেছেন। স্কুল জীবনে খেলাধূলা করেছেন প্রায় ছয় বছর।

একসময় বহু বছর শিক্ষকতা পেশা ও সাংস্কৃতিক সংগঠনে নিজেকে ব্যস্ত রেখেছেন। তাছাড়া বরিশাল জজ কোর্ট কম্পাউন্ডে অবস্থিত ‘বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)’- এ আইন বিষয়ে চাকুরী করেছেন বিগত ৮ টি বছর। যেকোন ভালো কাজে পরিবারের উৎসাহ পেয়েছেন সবসময়। সকলের শুভ কামনা থাকলে সংগীত জগতে আরো এগিয়ে যেতে চান ইতু সোম।