১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

পাহাড়ে অবস্থানরতদের সরিয়ে নিতে অভিযান চালানো হবে- জেলা প্রশাসক

ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‍্যাব ও আনসারের সমন্বয়ে ঝুকিপূর্ণ পাহাড়ে অবস্থানরতদের সরাতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হবে

সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে হতাহতের ঘটনায় ১৮ জুন দুপুর ১.৩০ মিনিটে মহানগরীর আকবরশাহ্ থানার অধীন বিজয়নগর উত্তর পাহাড়তলীর ফিরোজশাহ এলাকা পরিদর্শনকালে ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালুতে বসবাসকারীদের জানমালের নিরাপত্তার জন্য নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করে জনাব মোহাম্মদ মমিনুর রহমান।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানান, চট্টগ্রাম মহানগরীতে ১৯ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে যেখানে আশ্রয়গ্রহণকারীদের জন্য পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে। পাহারধ্বসে ক্ষয়ক্ষতি কমাতে পাহাড়ের ঢালুতে অবস্থিত অতি ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করে উক্ত এলাকায় গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এই সময় মু. মাহমুদ উল্লাহ মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ তৌহিদুল ইসলাম, এনডিসি, মোঃ মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি), চান্দগাঁও সার্কেল, সজীব কুমার চক্রবর্তী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর এডিসি (পশ্চিম বিভাগ), পাহাড়তলী ও আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় ওয়ার্ড কমিশনার উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব, ব্যাটালিয়ন আনসার, ফায়ার সার্ভিস ও স্থানীয় ওয়ার্ড কমিশনার এর সহযোগিতায় সংশ্লিষ্ট এলাকার সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হবে।

উল্লেখ্য, ১৭ জুন রাতে মহানগরীর আকবরশাহ থানার অধীন উত্তর পাহাড়তলীর ফিরোজ শাহ এলাকায় পাহাড় ধসে চার জন নিহত ও দুই জন আহত হয়েছেন। এর পূর্বে গত পরশু সকাল থেকেই ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালুতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্যে মাইকিং করার পাশাপাশি লিফলেটও বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তদারকিতে রেড ক্রিসেন্টে, এম এম ফাউন্ডেশন, সিপিপি এর সেচ্ছাসেবকরা ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালুতে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার জন্য গত ১৬ জুন থেকে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন, চট্টগ্রাম। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসন, চট্টগ্রাম ইতোমধ্যেই নিরাপদে কোয়াড পি-ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফিরোজশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াই ডব্লিউ সি এ স্কুল ও হাজী হযরত (রাঃ) আলিয়া মাদ্রাসায় এ পর্যন্ত ৩২ টি পরিবারকে সরিয়ে নিতে সক্ষম হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বিল্ডিং এ ডিজাবিলিটি ইনক্লুসিভ ওয়ার্কফোর্স শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

পাহাড়ে অবস্থানরতদের সরিয়ে নিতে অভিযান চালানো হবে- জেলা প্রশাসক

প্রকাশিত : ০৮:৪১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২

ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‍্যাব ও আনসারের সমন্বয়ে ঝুকিপূর্ণ পাহাড়ে অবস্থানরতদের সরাতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হবে

সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে হতাহতের ঘটনায় ১৮ জুন দুপুর ১.৩০ মিনিটে মহানগরীর আকবরশাহ্ থানার অধীন বিজয়নগর উত্তর পাহাড়তলীর ফিরোজশাহ এলাকা পরিদর্শনকালে ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালুতে বসবাসকারীদের জানমালের নিরাপত্তার জন্য নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করে জনাব মোহাম্মদ মমিনুর রহমান।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানান, চট্টগ্রাম মহানগরীতে ১৯ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে যেখানে আশ্রয়গ্রহণকারীদের জন্য পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে। পাহারধ্বসে ক্ষয়ক্ষতি কমাতে পাহাড়ের ঢালুতে অবস্থিত অতি ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করে উক্ত এলাকায় গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এই সময় মু. মাহমুদ উল্লাহ মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ তৌহিদুল ইসলাম, এনডিসি, মোঃ মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি), চান্দগাঁও সার্কেল, সজীব কুমার চক্রবর্তী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর এডিসি (পশ্চিম বিভাগ), পাহাড়তলী ও আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় ওয়ার্ড কমিশনার উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব, ব্যাটালিয়ন আনসার, ফায়ার সার্ভিস ও স্থানীয় ওয়ার্ড কমিশনার এর সহযোগিতায় সংশ্লিষ্ট এলাকার সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হবে।

উল্লেখ্য, ১৭ জুন রাতে মহানগরীর আকবরশাহ থানার অধীন উত্তর পাহাড়তলীর ফিরোজ শাহ এলাকায় পাহাড় ধসে চার জন নিহত ও দুই জন আহত হয়েছেন। এর পূর্বে গত পরশু সকাল থেকেই ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালুতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্যে মাইকিং করার পাশাপাশি লিফলেটও বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তদারকিতে রেড ক্রিসেন্টে, এম এম ফাউন্ডেশন, সিপিপি এর সেচ্ছাসেবকরা ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালুতে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার জন্য গত ১৬ জুন থেকে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন, চট্টগ্রাম। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসন, চট্টগ্রাম ইতোমধ্যেই নিরাপদে কোয়াড পি-ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফিরোজশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াই ডব্লিউ সি এ স্কুল ও হাজী হযরত (রাঃ) আলিয়া মাদ্রাসায় এ পর্যন্ত ৩২ টি পরিবারকে সরিয়ে নিতে সক্ষম হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর