০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চট্টগ্রাম বন্দরে অগ্নি দূর্ঘটনারোধে মহড়া

চট্টগ্রাম বন্দরের ফায়ার ফায়টিং সক্ষমতা বৃদ্ধি ও অগ্নি দূর্ঘটনারোধে, ১৮ জুন শনিবার নিরাপত্তা বিভাগের ফায়ার শাখার অধীনে পি কেমিক্যাল শেডের সন্মুখে সদস্য (হারবার ও মেরিন), মহোদয়ের উপস্থিতিতে একটি অগ্নি দূর্ঘটনা ও নির্বাপণ বিষয়ক অনুশীলন অনুষ্ঠিত হয়। মহড়ায় নিরাপত্তা বিভাগ, পরিবহন বিভাগ, যান্ত্রিক বিভাগ ও মেরিন বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী এবং বন্দরে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ অংশগ্রহণ করেন।

মহড়ায় ফায়ার শাখার ২০ জন সদস্যসহ শতাধিক বন্দর কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন । অনুশীলনে ২ টি ফায়ার টেন্ডার, ১ টি রেসকিউ টেন্ডার, সকল ধরণের ছোট বড় ফায়ার এস্টুইংগুইসার ব্যবহার করা হয়। অগ্নি নির্বাপনে এবিসি পাউডার, ফোম এবং কার্বন ডাই অক্সাইড একস্টুইংগুইসার ব্যবহৃত হয়। প্রথমে বিভিন্ন ধরনের একস্টুইংগুইসার ব্যবহার সম্পর্কে ধারণা দেয়া হয়। অতঃপর কন্টেইনার স্থানান্তর করা, সলিড, তরল এবং বৈদ্যুতিক ফায়ার নির্বাপণের অনুশীলন করা হয় ।

এছাড়া অত্যধিক তাপে অগ্নিনির্বাপণের উপায় হিসাবে একইসাথে উচ্চ চাপের ওয়াটার স্প্রে এবং ওয়াটার জেট সৃষ্টি করে ফায়ার ফায়টিং অনুশীলন করা হয় ।

সম্প্রতি কন্টেইনার ডিপোতে ঘটে যাওয়া অগ্নি দূর্ঘটনার বিবেচনায় বন্দরে যে কোন অনাকাঙ্খিত অগ্নি দূর্ঘটনায় বন্দর ফায়ার শাখার সার্বিক কার্যক্রমের গতিশীলতা যাচাই এবং বৃদ্ধির জন্য এই মহড়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বন্দর আইএসপিএস মনিটরিং সেলের সদস্যগণও উক্ত মহড়ায় উপস্থিত ছিলেন। যা সফলতার সাথে সম্পন্ন করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে অগ্নি দূর্ঘটনারোধে মহড়া

প্রকাশিত : ০৫:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২

চট্টগ্রাম বন্দরের ফায়ার ফায়টিং সক্ষমতা বৃদ্ধি ও অগ্নি দূর্ঘটনারোধে, ১৮ জুন শনিবার নিরাপত্তা বিভাগের ফায়ার শাখার অধীনে পি কেমিক্যাল শেডের সন্মুখে সদস্য (হারবার ও মেরিন), মহোদয়ের উপস্থিতিতে একটি অগ্নি দূর্ঘটনা ও নির্বাপণ বিষয়ক অনুশীলন অনুষ্ঠিত হয়। মহড়ায় নিরাপত্তা বিভাগ, পরিবহন বিভাগ, যান্ত্রিক বিভাগ ও মেরিন বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী এবং বন্দরে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ অংশগ্রহণ করেন।

মহড়ায় ফায়ার শাখার ২০ জন সদস্যসহ শতাধিক বন্দর কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন । অনুশীলনে ২ টি ফায়ার টেন্ডার, ১ টি রেসকিউ টেন্ডার, সকল ধরণের ছোট বড় ফায়ার এস্টুইংগুইসার ব্যবহার করা হয়। অগ্নি নির্বাপনে এবিসি পাউডার, ফোম এবং কার্বন ডাই অক্সাইড একস্টুইংগুইসার ব্যবহৃত হয়। প্রথমে বিভিন্ন ধরনের একস্টুইংগুইসার ব্যবহার সম্পর্কে ধারণা দেয়া হয়। অতঃপর কন্টেইনার স্থানান্তর করা, সলিড, তরল এবং বৈদ্যুতিক ফায়ার নির্বাপণের অনুশীলন করা হয় ।

এছাড়া অত্যধিক তাপে অগ্নিনির্বাপণের উপায় হিসাবে একইসাথে উচ্চ চাপের ওয়াটার স্প্রে এবং ওয়াটার জেট সৃষ্টি করে ফায়ার ফায়টিং অনুশীলন করা হয় ।

সম্প্রতি কন্টেইনার ডিপোতে ঘটে যাওয়া অগ্নি দূর্ঘটনার বিবেচনায় বন্দরে যে কোন অনাকাঙ্খিত অগ্নি দূর্ঘটনায় বন্দর ফায়ার শাখার সার্বিক কার্যক্রমের গতিশীলতা যাচাই এবং বৃদ্ধির জন্য এই মহড়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বন্দর আইএসপিএস মনিটরিং সেলের সদস্যগণও উক্ত মহড়ায় উপস্থিত ছিলেন। যা সফলতার সাথে সম্পন্ন করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ