নাম ধারি নেতা, মাদক ব্যবসায়ী শহিদুল বিশ্বাস কে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। “মাদক কে না বলুন, যুবসমাজ রক্ষা করুন” যুবসমাজকে রক্ষা করতে চাইলে সর্ব প্রথম নির্মূল করতে হবে। আর এই মাদক নির্মূলে ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানা পুলিশ। বৃহস্পতিবার ২৩ জুন আনুমানিক রাত ১০ টার সময় বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সহ আটক করেছে শহিদুল বিশ্বাস (৪৫) কে, পিতা বজন বিশ্বাস, সাং যুগিপুকুরিয়া, থানা পাটকেলঘাটা, সাতক্ষীরা। শহিদুল বিশ্বাস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়া করে।আজ এদের মতো মাদক ব্যবসায়ীদের কারণে যুবসমাজ ধ্বংসের পথে। এদের মতো মাদক ব্যবসায়ীদের আইনের সর্বোচ্চ শাস্তি দাবি করেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তি সহ এলাকাবাসী।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় জানান,পাটকেলঘাটা থানার তদন্ত কর্মকর্তা মোঃ বাবলুর রহমান খান এবং ফোর্সেসহ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















