গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার (২৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১ হাজার ৭৭৫ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৬৬ জন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬৫ রোগী হাসপাতালে ভর্তিডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬৫ রোগী হাসপাতালে ভর্তি ২৪ ঘণ্টায় ৬ হাজার ১০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭.০৪ শতাংশ। একদিনে এক হাজার ২৭০ জনসহ মোট ১৯ লাখ ৩৫ হাজার ৯৬৩ জন সুস্থ হয়েছেন। করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















