০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

নয়াপল্টনে যুবদলের সমাবেশ শুরু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই কর্মীর মৃত্যুর প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয়তাবাদী যুবদল। রোববার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চের সামনে কালো ব্যাজ পরে জড়ো হয়ে এ কর্মসূচিতে অংশ নেন যুবদলের নেতাকর্মীরা। রাস্তায় পলিথিন বিছিয়ে বসে তারা নানা স্লোগান ধরেন। সমাবেশকে কেন্দ্র করে বেলা একটার পর থেকেই ফকিরেরপুল মোড় এবং পশ্চিমে কাকরাইলের নাইটেঙ্গল মোড় দিয়ে নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে সমাবেশস্থলে হাজারো নেতাকর্মী জড়ো হন। সমাবেশ ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ৩১ আগস্ট ভোলায় এক প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের সময় স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা আবদুর রহিম গুলিতে নিহত হন। পরে ঢাকায় কমফোর্ট হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা গুলিবিদ্ধ ছাত্রদল নেতা নূরে আলম মারা যান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নয়াপল্টনে যুবদলের সমাবেশ শুরু

প্রকাশিত : ০৩:৪৭:১২ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই কর্মীর মৃত্যুর প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয়তাবাদী যুবদল। রোববার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চের সামনে কালো ব্যাজ পরে জড়ো হয়ে এ কর্মসূচিতে অংশ নেন যুবদলের নেতাকর্মীরা। রাস্তায় পলিথিন বিছিয়ে বসে তারা নানা স্লোগান ধরেন। সমাবেশকে কেন্দ্র করে বেলা একটার পর থেকেই ফকিরেরপুল মোড় এবং পশ্চিমে কাকরাইলের নাইটেঙ্গল মোড় দিয়ে নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে সমাবেশস্থলে হাজারো নেতাকর্মী জড়ো হন। সমাবেশ ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ৩১ আগস্ট ভোলায় এক প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের সময় স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা আবদুর রহিম গুলিতে নিহত হন। পরে ঢাকায় কমফোর্ট হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা গুলিবিদ্ধ ছাত্রদল নেতা নূরে আলম মারা যান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ