নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে বসতবাড়ি দখলে নিতে প্রতিপক্ষের লোকজন বাড়ি-ঘরে হামলা ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রতিপক্ষের লোকজন মা-ছেলে ও ছেলে বউসহ তিনজনকে পিটিয়ে আহত করেছে বলেও অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নং ক্যানাল এলাকায় এ ঘটনা ঘটে।
ভুত্তভোগী সেলিম মিয়া জানান, তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার কাটাখালী এলাকায়। সেখানে বাড়িঘর বিক্রি করে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নং ক্যানাল এলাকায় সাড়ে ১৫ শতাংশ জমি কিনে গত ১৮ বছর ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছে। রাজধানী ঢাকায় বসবাসকারী লুৎফর রহমান নামে এক প্রভাবশালী ব্যাক্তি অবৈধভাবে জমির মালিকানা করে আসছে। ওই ব্যাক্তি দীর্ঘদিন তাদের বসতবাড়ি দখল করতে পায়তারা করে আসছিল। বৃহস্পতিবার সকালে লুৎফর রহমান ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সেলিম মিয়ার বাড়িঘরে হামলা ভাংচুর চালাতে থাকে। এসময় সন্ত্রাসীরা দুইটি দোকান, বিদ্যুতের মিটার, ঘরের আসবাবপত্র ভাংচুর চালায়। এসময় সেলিমসহ পরিবারের সদস্যরা ভাংচুরে বাঁধা প্রদান করলে প্রতিপক্ষের লোকজন সেলিমের বড় ভাই শামীম, মা সুরাইয়া আক্তার, ভাবি সাদিয়া ইসলামকে এলোপাথারিভাবে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এসময় পরে সেলিম ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
এ ব্যাপারে প্রতিপক্ষ লুৎফর রহমান বলেন, আমি দীর্ঘ ২০০১ সালে ৩৯ শতাংশ জমী ক্রয় করি। আমার খাজনা খারিজসহ সব কিছু ঠিক রয়েছে। আমি জমিটি ক্রয় করার পরে দেশে না থাকায় তারা আমার জমিতে আসতে না পারায়। সেলিমরা আমার জমিটি দখলে নিয়ে যায়। আমি দেশে আশার পর থেকেই আমার জমিতে আসলেই সেলিমসহ তার লোকজন আমাকে হুমকি ধামকি মারধর করতে চায়। আমি এই ভয়ে আমার জায়গায় আসতে পারিনি। জোরপূর্বক জমি দখল করতে আসিনি আমার জমি আমি বুঝে নিতে এসেছি।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, জরুরীসেবা ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। তবে এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















