চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক ট্রলিম্যানের কাছ থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উক্ত ট্রলিম্যান দীর্ঘদিন ধরে স্বর্ণ পাচার সাথে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এনএসআই টিম এবং এপিবিএন যৌথভাবে অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ টেরলিম্যান মোহাম্মদ ইসমাইলকে প্রায় আধা কেজি স্বর্ণসহ আটক করে। আজ শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
তার গ্রামের বাড়ি হাটহাজারীর মিরের হাট বলে জানা গেছে। তার কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৬৬ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের দাম ২০ লাখ টাকারও বেশি বলে সূত্র জানিয়েছে।
বিজনেস বাংলাদেশ/হাবিব