অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সঙ্গে অনেকটা বিদ্রোহ করেই ‘ট্রুথ সোশ্যাল’ নামে নতুন প্ল্যাটফর্ম নিয়ে এসেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কিন্তু এখনও গুগল প্লে স্টোরে তার এই অ্যাপটি অনুমোদন পায়নি। ফলে এন্ড্রয়েড ব্যবহারকারীরা এখনও এই অ্যাপ ব্যবহার করতে পারছে না। এ খবর দিয়েছে হাফপোস্ট।
এক বিবৃতিতে গুগল জানিয়েছে, মূলত এই সামাজিক মাধ্যমটিতে উগ্র কন্টেন্ট মুছে ফেলার জন্য যথেষ্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। আর সে কারণেই তারা এখনও এটিকে অনুমোদন দিচ্ছে না। গত আগস্ট মাসের মাঝামাঝি সময়েই বিষয়টি ‘ট্রাম্প মিডিয়া এন্ড টেকনোলজি গ্রুপ’কে জানানো হয়েছে। যদিও ট্রুথ সোশ্যালের সিইও ডেভিন নুনেজ গত সপ্তাহে বলেন, আমি বুঝতে পারছি না তাদের এতো সময় কেনো লাগছে।
গত মে মাসেই টুইটারের আদলে তৈরি সোশ্যাল সাইটটি লঞ্চ করেন ট্রাম্প। ২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গার পর ফেসবুক ও টুইটার থেকে নিষিদ্ধ হন তিনি। এরপরই নিজের বিকল্প সোশ্যাল মিডিয়া নিয়ে হাজির হওয়ার ঘোষণা দেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, এখন থেকে ব্যবহারকারীরা টুইটের পরিবর্তে ‘ট্রুথ’ বা সত্য পোস্ট করবে এবং রিটুইটিং এর পরিবর্তে ‘রি-ট্রুথ’ করবে।
আইফোন ব্যবহারকারীদের জন্য এখনই ট্রুথ সোশ্যাল অ্যাপ রয়েছে।
তবে যাদের আইফোন নেই, তাদেরকে ব্রাউজার ব্যবহারের মাধ্যমে এই প্ল্যাটফর্মে সক্রিয় থাকতে হচ্ছে। গুগল জানিয়েছে, বিশ্বে এখন তিন বিলিয়নের বেশি সক্রিয় এন্ড্রয়েড ব্যবহারকারী রয়েছে। তাই গুগল প্লে স্টোরে ট্রুথ সোশ্যাল অ্যাপ না থাকায় বিশাল সংখ্যক ব্যবহারকারী হারাচ্ছে সামাজিক মাধ্যমটি।
বিজনেস বাংলাদেশ/হাবিব