০৭:০০ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

রানির প্লাটিনাম জুবিলি’র অনুষ্ঠানে শেখ রেহানা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৫৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
  • 10

রানির প্লাটিনাম জুবিলি’র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন শেখ রেহানা

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছেন বৃহস্পতিবার। তাঁর মৃত্যুতে শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এর মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ব্রিটিশ সম্রাজ্ঞীর সিংহাসনে আরোহনের ৭০ বছরপূর্তি অনুষ্ঠানের একটি ছবি প্রকাশিত হয়েছে।

ব্রিটেনের দীর্ঘতম সময়ের রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে ৭০ বছরপূর্তি প্লাটিনাম জুবিলী উদযাপন অনুষ্ঠানমালা ছিল এ বছরেরই ২ থেকে ৫ জুন। এই উদযাপনের অন্যতম একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছোট বোন, বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানা (বাম থেকে চতুর্থ)।

বৃহস্পতিবার রাতে রানির মৃত্যু সংবাদ পাওয়ার পরপরই শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় তারা রানির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শুক্রবার (৯ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তিন দিন শোক পালন করা হবে। এ সময়ে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রানির বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

১৯৬১ সাল ও ১৯৮৩ সালে দুইবার বাংলাদেশ সফর করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

বিজনেস বাংলাদেশ/হাবিব

জনপ্রিয়

রানির প্লাটিনাম জুবিলি’র অনুষ্ঠানে শেখ রেহানা

প্রকাশিত : ০৩:৫৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছেন বৃহস্পতিবার। তাঁর মৃত্যুতে শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এর মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ব্রিটিশ সম্রাজ্ঞীর সিংহাসনে আরোহনের ৭০ বছরপূর্তি অনুষ্ঠানের একটি ছবি প্রকাশিত হয়েছে।

ব্রিটেনের দীর্ঘতম সময়ের রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে ৭০ বছরপূর্তি প্লাটিনাম জুবিলী উদযাপন অনুষ্ঠানমালা ছিল এ বছরেরই ২ থেকে ৫ জুন। এই উদযাপনের অন্যতম একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছোট বোন, বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানা (বাম থেকে চতুর্থ)।

বৃহস্পতিবার রাতে রানির মৃত্যু সংবাদ পাওয়ার পরপরই শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় তারা রানির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শুক্রবার (৯ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তিন দিন শোক পালন করা হবে। এ সময়ে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রানির বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

১৯৬১ সাল ও ১৯৮৩ সালে দুইবার বাংলাদেশ সফর করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

বিজনেস বাংলাদেশ/হাবিব