০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

মাটিরাঙ্গায় ৩কেজি ৮শ. গ্রাম গাঁজা উদ্ধার

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানাধীন গোমতি ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের উত্তর শান্তিপুরস্হ মাটিরাঙ্গা বাজার টু তানাক্কাপাড়া সড়কের পশ্চিম পার্শ্বে ডাকাইত্যা রোডের উত্তর পাশে মৃত শফিকুল ইসলামের রাবার বাগান এলাকায় পরিত্যক্ত অবস্থায় গাঁজা উদ্ধার করেন থানা পুলিশ।

শুক্রবার (৯সেপ্টেম্বর ২০২২ইং) রাত ১টার দিকে মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক (এসআই) সুমন চন্দ্র নাথ, ও উপ-পরির্দশক (এসআই) মো: ইব্রাহীম, নেতৃত্বে ফোর্সসহ থানা এলাকায়
ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও রাত্রীকালীন রণপাহারা/মোবাইল ডিউটি করাকালীন প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানাধীন ০৪ নং গুমতী ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের উত্তর শান্তিপুরস্হ মাটিরাঙ্গা বাজার টু তানাক্কাপাড়া সড়কের অনুমান ০১ কিমি পশ্চিম পার্শ্বে ডাকাইত্যা রোডের উত্তর পাশে মৃত শফিকুল ইসলামের রাবার বাগানে পরিত্যক্ত অবস্থায় ০৩(তিন) কেজি ৮০০ (আট শত) গ্রাম মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়।

মাটিরাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার কৃত ৩কেজি ৮শ,গ্রাম গাঁজা শফিকুল ইসলামের রাবার বাগানে পরিত্যক্ত অবস্থায় মাদকদ্রব্য (গাঁজা) জব্দতালিকা মূলে জব্দ করত হেফাজতে গ্রহন করা হয়। পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক জব্দকৃত বর্ণিত মাদকদ্রব্যের (গাঁজা) উৎস ও অন্যান্য তথ্য উপাত্ত উদঘাটন এর লক্ষ্যে প্রকাশ্য এবং গোপনীয়ভাবে ব্যাপক অনুসন্ধান করিয়াও কোন তথ্য পাওয়া যায় নাই।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী জানান, পরিত্যক্ত অবস্থায় পাইয়া উদ্ধারপূর্বক জব্দকৃত বর্ণিত মাদকদ্রব্য (গাঁজা) বিধি মোতাবেক থানা মালখানায় জমা রাখা হইয়াছে এবং এতদ বিষয়ে বিজ্ঞ আদালতকে অবহিত করাসহ পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রহিয়াছে ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

মাটিরাঙ্গায় ৩কেজি ৮শ. গ্রাম গাঁজা উদ্ধার

প্রকাশিত : ০৪:৩৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানাধীন গোমতি ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের উত্তর শান্তিপুরস্হ মাটিরাঙ্গা বাজার টু তানাক্কাপাড়া সড়কের পশ্চিম পার্শ্বে ডাকাইত্যা রোডের উত্তর পাশে মৃত শফিকুল ইসলামের রাবার বাগান এলাকায় পরিত্যক্ত অবস্থায় গাঁজা উদ্ধার করেন থানা পুলিশ।

শুক্রবার (৯সেপ্টেম্বর ২০২২ইং) রাত ১টার দিকে মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক (এসআই) সুমন চন্দ্র নাথ, ও উপ-পরির্দশক (এসআই) মো: ইব্রাহীম, নেতৃত্বে ফোর্সসহ থানা এলাকায়
ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও রাত্রীকালীন রণপাহারা/মোবাইল ডিউটি করাকালীন প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানাধীন ০৪ নং গুমতী ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের উত্তর শান্তিপুরস্হ মাটিরাঙ্গা বাজার টু তানাক্কাপাড়া সড়কের অনুমান ০১ কিমি পশ্চিম পার্শ্বে ডাকাইত্যা রোডের উত্তর পাশে মৃত শফিকুল ইসলামের রাবার বাগানে পরিত্যক্ত অবস্থায় ০৩(তিন) কেজি ৮০০ (আট শত) গ্রাম মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়।

মাটিরাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার কৃত ৩কেজি ৮শ,গ্রাম গাঁজা শফিকুল ইসলামের রাবার বাগানে পরিত্যক্ত অবস্থায় মাদকদ্রব্য (গাঁজা) জব্দতালিকা মূলে জব্দ করত হেফাজতে গ্রহন করা হয়। পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক জব্দকৃত বর্ণিত মাদকদ্রব্যের (গাঁজা) উৎস ও অন্যান্য তথ্য উপাত্ত উদঘাটন এর লক্ষ্যে প্রকাশ্য এবং গোপনীয়ভাবে ব্যাপক অনুসন্ধান করিয়াও কোন তথ্য পাওয়া যায় নাই।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী জানান, পরিত্যক্ত অবস্থায় পাইয়া উদ্ধারপূর্বক জব্দকৃত বর্ণিত মাদকদ্রব্য (গাঁজা) বিধি মোতাবেক থানা মালখানায় জমা রাখা হইয়াছে এবং এতদ বিষয়ে বিজ্ঞ আদালতকে অবহিত করাসহ পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রহিয়াছে ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ