০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ, বঙ্গবন্ধু ও বাংলা সাহিত্য শীর্ষক সেমিনার

দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ, বঙ্গবন্ধু ও বাংলা সাহিত্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার,১১ সেপ্টেম্বর সকাল ১১টায় বীরগঞ্জ সরকারী কলেজ সেমিনার কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।

বীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হকের সভাপতিত্বে প্রভাষক রুমানা ফারজানা ও প্রভাষক আল মামুনের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বারিউল করিম খান।

বীরগঞ্জ সরকারী কলেজের আয়োজনে সেমিনারে বাঙালি জাতিসত্তা ও বঙ্গবন্ধু বিষয়ে উপর আলোচনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, জীবনানন্দ বদ্ধ মানুষ মুক্ত মানুষ বিষয়ে অলোচনা করেন ভারতের পশ্চিমবঙ্গ জলপাইগুড়ির পরিমল মিত্র স্মৃতি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পঙ্কজ কুমার সরকার, শওকত আলীর উত্তরবঙ্গের জীবন ও জনপদ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কবি রাহেল রাজিব (পিএইচডি), অপ্রকাশিত শৈলবালা ঘোষজায়া বিষয়ে আলোচনা করেন বীরগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক ইয়াসমিন সুলতানা (পিএইচডি গবেষক), বাংাদেশ ও বঙ্গবন্ধু বিষয়ে আলোচনা করেন সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মাহবুব-উল-আলম মজুমদার।

সেমিনারে বক্তাগণ বলেন, বাংলাদেশের মুক্তির জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভূমিকা রেখেছেন। মানুষ মুক্তির জন্য জীবনানন্দ দাশ সাহিত্যে অবদান রেখেছেন। তেমনি নারী মুক্তির ক্ষেত্রে শৈলবালা ঘোষজায়া এবং উত্তরবঙ্গের জীবন ও জনপদ নিয়ে সাহিত্যে শওকত আলীর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। বঙ্গবন্ধু কি চেয়েছিলেন, ১৯৭১সালে কি হয়েছিল, বাংলা সাহিত্যে বর্তমানে কি আছে, আমরা তাতে কোন পর্যায়ে আছি এই বিষয়গুলি আগামী প্রজন্মের জন্য আলোচনা করা উচিত। কারণ কবি এবং শিল্পীরা সব সময় সত্যদ্রষ্টা হয় স্বপ্ন দ্রষ্টা হয়। সাহিত্য ও কবিতায় স্বপ্ন জয়ী মানুষের কথা তুলে আনতে হবে। জীবন জয়ে মানুষ কিন্তু তাদের সংগ্রামের ধারা অব্যাহত রেখেছে। রাজনীতির ক্ষেত্রে বঙ্গবন্ধুর সোনার স্বপ্ন ছিল একটা সোনার বাংলা। সোনার বাংলা মানে যেখানে মানুষের জীবন উত্তরোত্তর বৃদ্ধি হবে। কারো কাছে হাত পাততে হবে না। রাষ্ট্র সেখানে দায়িত্ব নিবে। রাষ্ট্র সেখানে ভরসা দিবে। মানুষের জীবন যাত্রার মান উন্নত থেকে উন্নতর হবে। আমাদের যাত্রা হবে সীমা থেকে অসীমের দিকে যাত্রা। সুতরাং ২০৪১সালে সোনার বাংলা গঠন সেটি কিন্তু আমাদের বোধের ভিতরে, আমাদের চেতনার ভিতরে সেই একটা অসীমের দিকে যাত্রা। বঙ্গবন্ধু কিন্তু সেই যাত্রা পথ দেখিয়ে দিয়েছিলেন। এবং আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলেই মিলে সেই যাত্রা পথে রওয়া দেই আমাদের অসীমের পথে যাত্রা সফল হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মোমিনুল করিম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামাল হোসেন, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, রাজনীতিবিদ মোঃ আবুল কালাম আজাদ, কলেজের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/হাবিব

জনপ্রিয়

বাংলাদেশ, বঙ্গবন্ধু ও বাংলা সাহিত্য শীর্ষক সেমিনার

প্রকাশিত : ০৭:৫৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২

দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ, বঙ্গবন্ধু ও বাংলা সাহিত্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার,১১ সেপ্টেম্বর সকাল ১১টায় বীরগঞ্জ সরকারী কলেজ সেমিনার কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।

বীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হকের সভাপতিত্বে প্রভাষক রুমানা ফারজানা ও প্রভাষক আল মামুনের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বারিউল করিম খান।

বীরগঞ্জ সরকারী কলেজের আয়োজনে সেমিনারে বাঙালি জাতিসত্তা ও বঙ্গবন্ধু বিষয়ে উপর আলোচনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, জীবনানন্দ বদ্ধ মানুষ মুক্ত মানুষ বিষয়ে অলোচনা করেন ভারতের পশ্চিমবঙ্গ জলপাইগুড়ির পরিমল মিত্র স্মৃতি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পঙ্কজ কুমার সরকার, শওকত আলীর উত্তরবঙ্গের জীবন ও জনপদ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কবি রাহেল রাজিব (পিএইচডি), অপ্রকাশিত শৈলবালা ঘোষজায়া বিষয়ে আলোচনা করেন বীরগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক ইয়াসমিন সুলতানা (পিএইচডি গবেষক), বাংাদেশ ও বঙ্গবন্ধু বিষয়ে আলোচনা করেন সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মাহবুব-উল-আলম মজুমদার।

সেমিনারে বক্তাগণ বলেন, বাংলাদেশের মুক্তির জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভূমিকা রেখেছেন। মানুষ মুক্তির জন্য জীবনানন্দ দাশ সাহিত্যে অবদান রেখেছেন। তেমনি নারী মুক্তির ক্ষেত্রে শৈলবালা ঘোষজায়া এবং উত্তরবঙ্গের জীবন ও জনপদ নিয়ে সাহিত্যে শওকত আলীর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। বঙ্গবন্ধু কি চেয়েছিলেন, ১৯৭১সালে কি হয়েছিল, বাংলা সাহিত্যে বর্তমানে কি আছে, আমরা তাতে কোন পর্যায়ে আছি এই বিষয়গুলি আগামী প্রজন্মের জন্য আলোচনা করা উচিত। কারণ কবি এবং শিল্পীরা সব সময় সত্যদ্রষ্টা হয় স্বপ্ন দ্রষ্টা হয়। সাহিত্য ও কবিতায় স্বপ্ন জয়ী মানুষের কথা তুলে আনতে হবে। জীবন জয়ে মানুষ কিন্তু তাদের সংগ্রামের ধারা অব্যাহত রেখেছে। রাজনীতির ক্ষেত্রে বঙ্গবন্ধুর সোনার স্বপ্ন ছিল একটা সোনার বাংলা। সোনার বাংলা মানে যেখানে মানুষের জীবন উত্তরোত্তর বৃদ্ধি হবে। কারো কাছে হাত পাততে হবে না। রাষ্ট্র সেখানে দায়িত্ব নিবে। রাষ্ট্র সেখানে ভরসা দিবে। মানুষের জীবন যাত্রার মান উন্নত থেকে উন্নতর হবে। আমাদের যাত্রা হবে সীমা থেকে অসীমের দিকে যাত্রা। সুতরাং ২০৪১সালে সোনার বাংলা গঠন সেটি কিন্তু আমাদের বোধের ভিতরে, আমাদের চেতনার ভিতরে সেই একটা অসীমের দিকে যাত্রা। বঙ্গবন্ধু কিন্তু সেই যাত্রা পথ দেখিয়ে দিয়েছিলেন। এবং আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলেই মিলে সেই যাত্রা পথে রওয়া দেই আমাদের অসীমের পথে যাত্রা সফল হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মোমিনুল করিম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামাল হোসেন, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, রাজনীতিবিদ মোঃ আবুল কালাম আজাদ, কলেজের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/হাবিব