খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোঃ শাখাওয়াত হোসেন শনিবার লালমনিরহাটের হাতীবান্ধা এলএসডি পরিদর্শন করেন। এসময় রংপুর বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজির হোসেন, লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল ইসলাম , উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা শরিফুল আলমসহ ও খাদ্য বিভাগ লালমনিরহাট এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সঙ্গে ছিলেন।এসময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে হাতীবান্ধা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মহাপরিচালক এলএসডি’তে সংগৃহীত চালের মান এবং গুদামের সার্বিক অবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব