র্যাব-১২ কুষ্টিয়া অভিযান চারিয়ে শিশু ধর্ষন মামলার পালাতক আসামী আকাশ শেখকে ঢাকা থেকে গ্রেফতার করেছে।
র্যাব-১২ কুষ্টিয়া জানায়, গত ১২ সপ্টেম্বের ২০২২ কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদী গ্রামে একটি ৭ বছররে শিশু ধর্ষিত হয়।পরর্বতীতে শিশুটির বাবা বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় মামলা দায়রে করনে, যার মামলা নং-৩১, তারখি ১২ সেপ্টেম্বর ২০২২।
পলাতক ধর্ষককে গ্রেফতারে র্যাব উদ্যোগী হয়ে গোয়ন্দো নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহকিতায় র্যাব-১ ও র্যাব-১২, সিপিসি-১,কুষ্টিয়া ক্যাম্পরে যৌথ অভিযানে ২০ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে দুপুর ১২টার দিকে রাজধানীর ভাটারা থানাধীন এলাকা হতে পলাতক আসামী মোঃ আকাশ শেখ (২৫), পিতা-মোঃ আমরিুল শেখ, সাং-বাড়াদী, থানা-সদর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরর্বতীতে গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়া মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























