যশোরের বেনাপোল পোর্ট থানার পাটবাড়ী মন্দির এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ একাধিক মাদক মামলার ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে বেনাপোল পোর্ট থানার পাটবাড়ী মন্দির এলাকার শাহাজানের মোড় থেকে ৬ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলো-বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের রবিউল ফকিরের ছেলে বাবুল ফকির (৪৮), রায়পুর গ্রামের আব্দুর রহিমের ছেলে রাজিব হোসেন (২৪) এবং রঘুনাথপুর গ্রামের জুলফিকার আলীর ছেলে মিলন হোসেন (২১)। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন কামাল ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পোর্ট থানার পাটবাড়ী মন্দির এলাকায় মাদক পাচারকারীরা বিপুল গাঁজা নিয়ে অবস্থান করছেন,পরে সেখানে টহল পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতদের মাদকের মামলা দিয়ে যশোর কোর্ট হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
বিজনেস বাংলাদেশ/ হাবিব