গতকাল ২৮ই সেপ্টেম্বর বুধবার আনুমানিক দুপুর ২ টার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া আমজুর হাট ফুলকলি ফ্যাক্টরির সামনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় মোটরসাইকেল আরোহী নুরুল আহসান শাওন (২২) সাথে থাকা তার সফর সঙ্গী আব্দুল মোমেন মর্তুজা (৩০)কে আহত অবস্থায় চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে, আব্দুল মোমেন মর্তুজার বাড়ি ছদাহা আফজলনগর বর্তমানে মর্তুজা আইসিইউতে আছে,অবস্থা আশঙ্কা জনক।
আহত আব্দুল মোমেন মর্তুজার বাবা মাওলানা শফিউল আলম এর সাথে কথা বলে জানা যায়, মুর্তজা চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে এখনো জ্ঞান ফেরেনি তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং আর্থিক সাহায্যের অনুরোধ জানিয়েছেন।
নিহত নুরুল আহসান শাওনের বাড়ী সাতকানিয়া জনার কেওঁচিয়া কোট্টা পাড়া পিতা মোঃ নুরুচ্ছফা এক ভাই দুই বোনের মধ্যে শাওন সবার বড় তার বাবা মোঃ নুরুচ্ছফা প্রবাসে থাকেন।শাওনের মৃত্যুতে পুরো এলাকা জুড়ে বইছে শোকের মাতম ।
নিহত শাওনের জেড়াতো ভাই ডাক্তার আব্দুল মান্নানের সাথে কথা বলে জানা যায়,শাওন কেরানিহাটের রবি এয়ারটেল অফিসে চাকরি করতো কোন একটি কারণে চাকরি ছেড়ে দেয় চাকরির সুবাদে তাদের পটিয়া যাওয়া বালুবোঝাই ঘাতক ট্রাকের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।
এদিকে শাওনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ, কেওঁচিয়া ইউনিয়ন ছাত্রলীগ ও উত্তর জনার কেওঁচিয়া স্বপ্ন ছায়া একতা সংঘের সকল সদস্য,শাওন অএ সংগঠনের সভাপতি ছিলেন বুধবার রাত ১১.৩০ মিনিটে জনাঁর কেওঁচিয়া কোট্টাপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে শাওনের জানাজা সম্পূর্ণ হয়।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি স্নেহাংশু বিকাশ সরকার জানান গাড়ী দুইটি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্তা নেয়া হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব






















