ন্যাশনাল ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ অফিসার সৈয়দ জহুর আহমেদ বিরুদ্ধে দুদকের জামালপুরে মামলা। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর অফিসের গত ২৮ সেপ্টেম্বর ২২ ইংপ্রথম দুর্নীতির মামলা রুজু করা হয়েছে। মামলাটি রুজু করেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর এরউপপরচিালক মলয় কুমার সাহা। উক্ত মামলার আসামী ন্যাশনাল ব্যাংক লি.জামালপুর শাখার সাবেক ব্যবস্থাপক(এক্সিকিউটিভ অফিসার)সৈয়দ জহুর আহমদে।
গত ২১ নম্ভেবর ২০১০ ইং হইতে ০১ মার্চ ২০২২ ইং পর্যন্ত ন্যাশনাল ব্যাংক লি.জামালপুর শাখায় কর্মরত থাকা অবস্থায় ক্রেডিটকার্ড এবং আইবিটিএ সফ্টওয়্যার সম্পর্কিত যাবতীয় কাজ করার দায়িত্ব পালনকালে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেপ্রতারণামূলকভাবে তার ও তার স্ত্রী মিসেস উম্মে মরিয়ম ফেরদৌস এর নামে ন্যাশনাল ব্যাংক থেকে ইস্যুকৃত ০৪টি ক্রেডিটকার্ডের মাধ্যমে মালামাল ক্রয় বাবদ ও নগদ উত্তোলিত টাকা (ঋণ) নিজে পরিশোধ না করে এবং বিভিন্ন ব্যাংককর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকের নামে ইস্যুকৃত বিভিন্ন কার্ডের বিপরীতে জমাকৃত অর্থ সঠিক সময়ে কার্ডের হিসেবে ব্যাংকে জমা নাকরে ব্যাংক এর নিজস্ব হিসাব (হিসাব নং- ১২৮১০) থেকে ডেবিট (বিকলন) করে মোট ৪৫ জন ব্যক্তির নামে ইস্যুকৃত বিভিন্নকার্ড হিসাবের বিপরীতে জমা দেয়া ৩,২৮,৩৯,০৫৫/- টাকা আত্মসাত করে দন্ডবিধি ৪০৯/৪২০ ও ১৯৪৭ সনের দুর্নীতিপ্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় দুর্নীতি দমন কমশিনরে অনুমোদনক্রমে উপপরিচালক মলয় কুমারসাহা আসামীর বিরুদ্ধে মামলাটি রুজু করেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























