০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

দিনাজপুরে আন্তজার্তিক প্রবীণ দিবস পালিত

“পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যাক্তির সহনশীলতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পহেলা অক্টোবর শনিবার প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার আয়োজনে এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সমাজ সেবা কার্যালয় সহযোগিতায় আন্তজার্তিক প্রবীণ দিবস-২০২২ উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং শ্রেষ্ঠ মমতাময়ী ও মমতাময় সম্মাননা পদক প্রদান করা হয়।

সকাল ১০ টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গন হতে প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী’র নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের কাঞ্চন সভাকক্ষে সদস্যগন আলোচনা সভায় অংশগ্রহন করে। সভায় প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ এম এ জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহম্মেদ পিপিএম-সেবা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবু বক্কর সিদ্দিক, সিভিল সার্জনের পক্ষে মেডিকেল অফিসার মোঃ সামিউল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজসেবা দপ্তরের সহকারী পরিচালক মোঃ মনির হোসেন, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, মাহাতাব উদ্দীন খান ও অধ্যক্ষ ইসমাইল হোসেন। বক্তারা বলেন, বর্তমান সরকার প্রবীণ বান্ধব সরকার। প্রবীণদের জন্য বর্তমান সরকার বয়স্ক ভাতা চালু করেছেন। এছাড়া জাতীয় প্রবীণ নীতিমালা-২০১৩ ও পিতা-মাতার ভোরণ-পোষন আইন-২০১৩ পাশ হয়েছে। অথচ প্রবীণদের দীর্ঘদিনের দাবী পৃথক প্রবীণ মন্ত্রনালয় আজ পর্যন্ত হয়নি। প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, অবিলম্বে প্রবীন ব্যাক্তিদের সিনিয়র সিটিজেন হিসেবে রাষ্ট্রীয় সকল সুবিধা ভোগ করতে পারবেন। বর্তমান হিসেবে ১ কোটি ৫৩ লাখ প্রবীণদের মূল্যায়ন করতে সরকার বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছেন। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগীতার পুরষ্কার ও মমতাময়ী পদক নাজমা মসির, মমতাময় পদক হাসান মোঃ বদরুদোজ্জা মুক্তি চৌধুরী, শামসুদ্দীন আহম্মেদকে প্রদান করা হয়। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন এ.কে.এম মেহেরুল্লাহ বাদল প্রমুখ৷

 

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

দিনাজপুরে আন্তজার্তিক প্রবীণ দিবস পালিত

প্রকাশিত : ০৪:৩৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২

“পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যাক্তির সহনশীলতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পহেলা অক্টোবর শনিবার প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার আয়োজনে এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সমাজ সেবা কার্যালয় সহযোগিতায় আন্তজার্তিক প্রবীণ দিবস-২০২২ উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং শ্রেষ্ঠ মমতাময়ী ও মমতাময় সম্মাননা পদক প্রদান করা হয়।

সকাল ১০ টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গন হতে প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী’র নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের কাঞ্চন সভাকক্ষে সদস্যগন আলোচনা সভায় অংশগ্রহন করে। সভায় প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ এম এ জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহম্মেদ পিপিএম-সেবা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবু বক্কর সিদ্দিক, সিভিল সার্জনের পক্ষে মেডিকেল অফিসার মোঃ সামিউল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজসেবা দপ্তরের সহকারী পরিচালক মোঃ মনির হোসেন, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, মাহাতাব উদ্দীন খান ও অধ্যক্ষ ইসমাইল হোসেন। বক্তারা বলেন, বর্তমান সরকার প্রবীণ বান্ধব সরকার। প্রবীণদের জন্য বর্তমান সরকার বয়স্ক ভাতা চালু করেছেন। এছাড়া জাতীয় প্রবীণ নীতিমালা-২০১৩ ও পিতা-মাতার ভোরণ-পোষন আইন-২০১৩ পাশ হয়েছে। অথচ প্রবীণদের দীর্ঘদিনের দাবী পৃথক প্রবীণ মন্ত্রনালয় আজ পর্যন্ত হয়নি। প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, অবিলম্বে প্রবীন ব্যাক্তিদের সিনিয়র সিটিজেন হিসেবে রাষ্ট্রীয় সকল সুবিধা ভোগ করতে পারবেন। বর্তমান হিসেবে ১ কোটি ৫৩ লাখ প্রবীণদের মূল্যায়ন করতে সরকার বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছেন। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগীতার পুরষ্কার ও মমতাময়ী পদক নাজমা মসির, মমতাময় পদক হাসান মোঃ বদরুদোজ্জা মুক্তি চৌধুরী, শামসুদ্দীন আহম্মেদকে প্রদান করা হয়। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন এ.কে.এম মেহেরুল্লাহ বাদল প্রমুখ৷

 

বিজনেস বাংলাদেশ/ হাবিব