০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

ঘাতক বাস চালক বাদল গ্রেফতার

নিয়ন্ত্রণবিহীন বাসের চাপায় এক নারীর নির্মম মৃত্যুর ঘটনায় ঘাতক বাসের চালক বাদল গ্রেফতার করছে র‍্যাব-৩। গত ৩ অক্টোবর আনুমানিক ১০ ঘটিকার সময় ভিকটিম হালিমা বেগম (৫০) রাজধানীর গুলিস্তান সংলগ্ন সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সেখানে ঢাকা নারায়ণগঞ্জ চলাচলকারী আনন্দ পরিবহন বাসকে ঢাকা নরসিংদী চলাচলকারী মেঘালয় পরিবহনের একটি বাস বেপরোয়াভাবে ওভারটেক করছিল। এ সময় বাস দুটির মাঝে চাপা পড়েন ভিকটিম হালিমা।

ঘটনাস্থল হতে পথচারীরা ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজের জরুরী বিভাগে নিয়ে গেলে ০২. ঘটিকায় তাকে মৃত ঘোষণা করা হয়। অতঃপর র‍্যাব-৩ এর অভিযানে ০৫. ঘটিকায় ভিকটিমের মৃত্যুর ০৩ ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পাচরুখী এলাকা হতে পালিয়ে যাওয়ার সময় মেঘালয় পরিবহনের ঘাতক বাসটির চালক মোঃ বাদল মিয়া (৪৮) থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী গ্রেফতার হয়।

মঙ্গলবার ৪ অক্টোবর  র‍্যাব-৩ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান,ঘাতক চালক তার ড্রাইভিং লাইসেন্স আছে মর্মে দাবী করলেও র‍্যাব-৩ জিজ্ঞাসাবাদে সে ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করতে পারেনি। তার ড্রাইভিং এর উপর কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই।

তিনি আরও জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

ঘাতক বাস চালক বাদল গ্রেফতার

প্রকাশিত : ১২:৫৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২

নিয়ন্ত্রণবিহীন বাসের চাপায় এক নারীর নির্মম মৃত্যুর ঘটনায় ঘাতক বাসের চালক বাদল গ্রেফতার করছে র‍্যাব-৩। গত ৩ অক্টোবর আনুমানিক ১০ ঘটিকার সময় ভিকটিম হালিমা বেগম (৫০) রাজধানীর গুলিস্তান সংলগ্ন সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সেখানে ঢাকা নারায়ণগঞ্জ চলাচলকারী আনন্দ পরিবহন বাসকে ঢাকা নরসিংদী চলাচলকারী মেঘালয় পরিবহনের একটি বাস বেপরোয়াভাবে ওভারটেক করছিল। এ সময় বাস দুটির মাঝে চাপা পড়েন ভিকটিম হালিমা।

ঘটনাস্থল হতে পথচারীরা ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজের জরুরী বিভাগে নিয়ে গেলে ০২. ঘটিকায় তাকে মৃত ঘোষণা করা হয়। অতঃপর র‍্যাব-৩ এর অভিযানে ০৫. ঘটিকায় ভিকটিমের মৃত্যুর ০৩ ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পাচরুখী এলাকা হতে পালিয়ে যাওয়ার সময় মেঘালয় পরিবহনের ঘাতক বাসটির চালক মোঃ বাদল মিয়া (৪৮) থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী গ্রেফতার হয়।

মঙ্গলবার ৪ অক্টোবর  র‍্যাব-৩ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান,ঘাতক চালক তার ড্রাইভিং লাইসেন্স আছে মর্মে দাবী করলেও র‍্যাব-৩ জিজ্ঞাসাবাদে সে ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করতে পারেনি। তার ড্রাইভিং এর উপর কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই।

তিনি আরও জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব