চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুকুন্ডো পাড়া এলাকায় গলায় ফাঁস লাগিয়ে জয়শ্রী দে (২৫) নামে এক গৃহবধূ আত্নহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
বুধবার (৫ অক্টোবর) দিবাগত রাতের যেকোনো সময় বাড়ীর সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলে সে আত্নহত্যা করে।
বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ ছৈয়দ হোছেন। তিনি জানান, ঘটনার খবর শুনে আমি মেয়ের পরিবারের সাথে কথা বলেছি। মেয়ের বাবা জানিয়েছেন তার মেয়ের সাথে স্বামীর কোনদিন ঝগড়াঝাটি হয়নি। লাশ থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে।
নিহত গৃহবধু ওই এলাকার মাস্টার সুরজ্ঞন দে’র স্ত্রী ও বাঁশখালী উপজেলার উত্তর সাধনপুর এলাকার বিকাশ রঞ্জন দে`র মেয়ে।
নিহতের স্বামী মাস্টার সুরজ্ঞন দে এর সাথে কথা হলে তিনি প্রতিবেদককে জানান, বিগত বছরখানিক পূর্বে সামাজিকভাবে তাদের দু`জনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সুন্দরভাবে তাদের সংসার চলে আসছিল। কিছুদিন ধরে তার মায়ের সাথে স্ত্রীর অভিমান চলছিল। ঘটনারদিন রাতেও তাদের ঝগড়াঝাঁটি হয়। ওইদিন প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে ঘুম থেকে উঠলে তার স্ত্রীকে রুমের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলেও জানান নিহতের স্বামী মাস্টার সুরজ্ঞন দে।
নিহতের মামা উত্তম মজুমদার জানান, সকালে আমার ভাগিনীর শ্বশুর বাড়ির পার্শ্ববর্তীর একজন লোক আমাদেরকে জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই। আমার ভাগিনীর শ্বাশুড়ির সাথে কিছুদিন ধরে ঝগড়াঝাঁটি চলে আসছে বলেও তিনি জানান।
এ ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানা ওসি মুহাম্মদ আতিকুর রহমান ও এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























