০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

“জন্ম ও মৃত্যু নিবন্ধন”

  • এ.আই.টুববুস।
  • প্রকাশিত : ১০:০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • 126

           “জন্ম ও মৃত্যু নিবন্ধন

এ.আই.টুববুস

একটি দরোজা থেকে
কেউ বেড়িয়ে আসে হেসে, হেসে
আবার সেই একই দরোজা থেকে
কেউ বেড়িয়ে যায় কেঁদে বুক ভেসে
একটি জীবন যেখানে শুরু হয়
আরেকটি জীবনপূর্বেই শেষ হয়ে যায়
তাতে ভুবনের কী আসে যায়
যার,আসে- যায়, তাঁর কিছু একটা হয়
পরিবারের থাকে, যে -জীবিত সে জীবনে রয়
মৃত্যু দেহকে করব স্থানে নিয়ে যায়!
জন্ম মৃত্যু নিবন্ধন ৪৫ দিনে করতে হয়
তথ্যের ভান্ডারে দু’জনের নাম রয়!
সৃষ্টিকর্তার উপর যদিও সব কিছু নির্ভর
তবুও নিবন্ধনে একটি বন্ধন রয়ে যায়।

ভূবনে জন্ম মৃত্যুর স্বার্থকতা লিপিবদ্ধ রয়,
সব কিছু আবার স্বার্থে নির্ভর শীল নয়!
মানুষের উদার চেতনায় বড়ো পরিচয় পায়।
জন্ম,মৃত্যু,বিয়ে সবকিছু রেকর্ড থাকা চাই
নইলে সকল কাজে-কর্মে বাধাগ্রস্ত হই!
শিক্ষা চিকিৎসা জন্য জন্ম নিবন্ধন চাই,
উত্তরসূরিদের মধ্যে সম্পত্তি যখন ভাগ হয়
তখন মৃত্যু নিবন্ধন দরকার হয়ে যায়,
ওয়ারিশ সনদ পেতে মৃত্যু সনদ প্রয়োজন
থেমে যায় ভাগবাটোয়ারা যত আছে আয়োজন
সঠিক জনসংখ্যার তথ্য পরিকল্পনার জন্য
প্রত্যেকের নিবন্ধনে দিতে হবে প্রাধান্য
দেশের গতিপ্রকৃতি শক্তিতে হবে অনন্য।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

“জন্ম ও মৃত্যু নিবন্ধন”

প্রকাশিত : ১০:০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২

           “জন্ম ও মৃত্যু নিবন্ধন

এ.আই.টুববুস

একটি দরোজা থেকে
কেউ বেড়িয়ে আসে হেসে, হেসে
আবার সেই একই দরোজা থেকে
কেউ বেড়িয়ে যায় কেঁদে বুক ভেসে
একটি জীবন যেখানে শুরু হয়
আরেকটি জীবনপূর্বেই শেষ হয়ে যায়
তাতে ভুবনের কী আসে যায়
যার,আসে- যায়, তাঁর কিছু একটা হয়
পরিবারের থাকে, যে -জীবিত সে জীবনে রয়
মৃত্যু দেহকে করব স্থানে নিয়ে যায়!
জন্ম মৃত্যু নিবন্ধন ৪৫ দিনে করতে হয়
তথ্যের ভান্ডারে দু’জনের নাম রয়!
সৃষ্টিকর্তার উপর যদিও সব কিছু নির্ভর
তবুও নিবন্ধনে একটি বন্ধন রয়ে যায়।

ভূবনে জন্ম মৃত্যুর স্বার্থকতা লিপিবদ্ধ রয়,
সব কিছু আবার স্বার্থে নির্ভর শীল নয়!
মানুষের উদার চেতনায় বড়ো পরিচয় পায়।
জন্ম,মৃত্যু,বিয়ে সবকিছু রেকর্ড থাকা চাই
নইলে সকল কাজে-কর্মে বাধাগ্রস্ত হই!
শিক্ষা চিকিৎসা জন্য জন্ম নিবন্ধন চাই,
উত্তরসূরিদের মধ্যে সম্পত্তি যখন ভাগ হয়
তখন মৃত্যু নিবন্ধন দরকার হয়ে যায়,
ওয়ারিশ সনদ পেতে মৃত্যু সনদ প্রয়োজন
থেমে যায় ভাগবাটোয়ারা যত আছে আয়োজন
সঠিক জনসংখ্যার তথ্য পরিকল্পনার জন্য
প্রত্যেকের নিবন্ধনে দিতে হবে প্রাধান্য
দেশের গতিপ্রকৃতি শক্তিতে হবে অনন্য।

বিজনেস বাংলাদেশ/বিএইচ