চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকালে স্হানীয় কমিউনিটি সেন্টারে উপজেলা আ’লীগের উদ্যোগে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে আ’লীগ মনোনীত প্রার্থী এটি এম পেয়ারুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মফিজুর রহমান।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী আবু আহমেদ চৌধুরী জুন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী,পৌর মেয়র আলহাজ্ব মাহবুবুল আলম খোকা,উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী,মহিলা ভাইস চেয়ারম্যান এড.কামেলা খানম রুপা,চট্রগ্রাম জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি আ’লীগ নেতা শেখ টিপু চৌধুরী,উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম, চেয়ারম্যান এসএম সায়েম,আবদুল শুক্কুর,এড.খোরশেদ বিন ইসহাক, আহমেদুর রহমান,মেম্বার জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম চৌধুরী,লোকমান হাকিম, ওস্তাদ আবু ছৈয়দ চৌধুরীসহ চন্দনাইশ উপজেলা আ’লীগ ও সর্বস্তরের জনসাধারণ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব