কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের যাচাই-বাছাই শেষে ঋণখেলাপির দায়ে নৌকার প্রার্থী ফারুক চৌধুরীর মনোনয়নপত্র অমীমাংসিত রাখা হয়েছে। একই সাথে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান রানু আকতার ও ফারহানা মমতাজের জমা দেয়া ২৫০ ভোটার তালিকায় গড়মিল ও স্বাক্ষর জটিলতায় প্রার্থীতা বাতিল করা হয়েছে।উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ তিন পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১১জন প্রার্থী। ১০ অক্টোবর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাছাই বাচাই শেষে ৭ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। একজন প্রার্থীর মনোনয়নপত্র অমীমাংসিত রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও কর্ণফুলী উপজেলা নির্বাচন অফিসার আবদুল শুক্কুর বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের একটা চিঠিতে অস্পষ্টতা থাকায় চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরীর মনোনয়ন পেন্ডিং বা অমীমাংসিত রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক মতামত চেয়েছে। একই সময়ে সাবমিট করা ২৫০ ভোটার তালিকায় গড়মিল ও স্বাক্ষর জটিলতায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান রানু আকতার ও ফারহানা মমতাজের মনোনয়ন বাতিল করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘চেয়ারম্যান প্রার্থীরটা এখনো বাতিল বলা যাবে না। কারণ সিদ্ধান্ত এখনো হয়নি। যাদের বাতিল হয়েছে তাদের আপিলের সুযোগ রয়েছে। বাছাই শেষে কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে ঋণখেলাপির দায়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারুক চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২রা নভেম্বর ইভিএম পদ্ধতিতে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা হিসেবে যাত্রা শুরুর পর ২০১৭ সালের ২০ আগষ্ট।
নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী কর্ণফুলীতে মোট ভোটার ১ লক্ষ ৭ হাজার ৭৯৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ৫৯৯ জন ও মহিলা ভোটার ৫৪ হাজার ২০০ জন। মোট ভোট কেন্দ্র ৪২টি। প্রসঙ্গত, ২০১৬ সালের ৯ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১২ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী কর্ণফুলী থানাকে উপজেলায় উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব























