মাদারীপুরের শিবচরে পদ্মায় প্রশাসনের যৌথ অভিযানে মা ইলিশ বেচাকেনার অবৈধ দুটি আস্তানা ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার সন্ধা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে অস্থায়ী ওই আস্তানা থেকে প্রায় আড়াই মন মা ইলিশ জব্দ ও ১২ লক্ষ মিটার কারেন্ট জাল ধ্বংস করেছেন প্রশাসন। মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে যৌথ অভিযানে পুলিশ, র্যাব, নৌপুলিশ, কোস্টগার্ডসহ প্রায় ২শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী অংশ নেন।
জানা যায়, পদ্মায় নিষেধাজ্ঞা অমান্য করে একশ্রেণীর অসাধু জেলেরা পদ্মায় মা ইলিশ নিধন করে সেই মাছ পদ্মা নদীর দূর্গম চরে নিয়ে বিক্রি করছে। ওই দূর্গম চরে অস্থায়ী বাজার বসিয়ে সেখানে দেদাড়ছে বিক্রি করছে জেলেরা। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত যৌথ অভিযান চালায় প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অস্থায়ী দোকানপাট বন্ধ রেখে ও মাছ ধরার জাল কাশবনের মধ্যে লুকিয়ে জেলেরা পালিয়ে যায়। এসময় প্রশাসন কাশবন ও আশপাশ থেকে প্রায় ১২ লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস করে। এসময় ১ জেলেকে আটক করে সাজা প্রদান করা হয়।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, মা ইলিশ রক্ষায় ৬ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ঘোষণা করেছে সরকার। এই কয়দিন পদ্মা নদীর মাদারীপুরের শিবচর অংশ প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। পদ্মায় যেনো কোন জেলে মাছ ধরতে না নামে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে বার বার সকলকে সর্তক করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব