০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

স্বল্প খরচে নৌ-বিহারে ঘুরে আসুন ইলিশের বাড়ি চাঁদপুর

মেঘনা কন্যা চাঁদপুরকে নিয়ে রয়েছে অনেক কথা। কেউ বলেন, ‘রূপসী চাঁদপুর’, কেউ বলেন ‘ইলিশের দেশ চাঁদপুর’। আবার কেউ চাঁদ সওদাগরের সপ্তডিঙ্গা মধুকরের পালতোলা জাহাজের নোঙর খুঁজে বেড়ান চাঁদপুর জনপদে। এভাবেই নানাজনের নানা ভাবনায় সুদীর্ঘ সময়ের পথ পরিক্রমায় ঐতিহ্য আর আদর্শের নীরব সাক্ষী চাঁদপুর। মেঘনা-ডাকাতিয়া আর ধনাগোদা নদীর জলধারায় বিধৌত দেশের অন্যতম বাণিজ্য বসতির জনপদ শ্যামলী চাঁদপুর ঘুরে দেখার সুবর্ণ সুযোগ।

যেখানেই ভ্রমণে যাবেন যাতায়াত-খাওয়াসহ বেশ অনেকটা খরচ হয় ভ্রমণে। এ কারণে অনেকেই দূরে কোথাও ভ্রমণের আগে দশবার ভাবেন! সেক্ষেত্রে যদি আপনি কোনো গ্রুপের সঙ্গে যান তাহলে খরচ কমে অনেক অনেক। তাই স্বল্প খরচে দিনভর নৌ-বিহারে ভ্রমণ, খাবার, বারবিকিউ পার্টিসহ ভ্রমণের আয়োজন করছে ‘এসএসসি ২০১০ এইচএসসি ২০১২ অফিসিয়াল বাংলাদেশ’।

আগামী ২৮ অক্টোবর এই গ্রুপের সদস্যরা যাচ্ছেন ইলিশের দেশ চাঁদপুর ভ্রমণে। মাত্র ১৬০০ টাকার এই ‘ডে লং টুর প্যাকেজে’ আপনি ঘুরতে পারবেন চাঁদপুরের ৪ স্থান- মোহনপুর পর্যটন কেন্দ্র, মোহনপুর মিনি কক্সবাজার, মেঘনা মোহনা, চাঁদপুর ইলিশ ঘাট। এই খরচের মধ্যেই থাকবে ঢাকা-চাঁদপুর-ঢাকা রিজার্ভ লঞ্চ, সকালের নাস্তা ও দুপুরের খাবার বাদেও ভ্রমণে বিশেষ আকর্ষণ ফ্রি র‌্যাফেল ড্র তে থাকছে আকর্ষনীয় আন্ড্রয়েড মোবাইলসহ সর্বমোট ১৫ টি পুরস্কার।

২৮ অক্টোবর সকাল ৭টায় শুরু (ঢাকা সদরঘাট ভি আই পি গেট হতে) রাত ৮টার মধ্যেই ফিরতে পারবেন ঢাকায়। ট্যুরে যাওয়ার সময় সঙ্গে রাখতে ভুলবেন না কিছু প্রয়োজনীয় জিনিস যেমন- পানিতে ভিজানো যায় এমন স্যান্ডেল বা জুতা, সানগ্লাস, হ্যাট, পানির বোতল, গামছা, হালকা ব্যাগ, প্রয়োজনীয় ওষুধ, ক্যামেরা, পাওয়ার ব্যাংক।

নৌ-বিহারে যাওয়া থেকে আসা:
২৮ অক্টোবর (শুক্রবার) ৪০০ জনের নৌ বিহার সকাল ৮টায় লঞ্চের মধ্যে নাস্তা করে ঠিক ৯ টায় জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু। মোহনপুর পর্যটন কেন্দ্রে যাওয়া পর্যন্ত চলবে ভ্রমণ পিপাসু সকল সদস্যদের পারফরম্যান্স ।
দুপুর ১২ টায় মোহনপুর পর্যটন কেন্দ্রে সি বিচে ব্রাজিল বনাম আরজের্টিনা ফুটবল প্রিতি মাচ শেষে বিচে গোসল করে দুপুরের লাঞ্চ। বিকাল ৩টায় মেঘনার মোহনায় ঘুরাঘুরি শেষে বিকাল ৫টায় ঢাকার উদ্দেশ্য রওনা। থাকছে ডিজে পার্টি, আতশবাজির মতো আনন্দ আড্ডা।

খাবার মেন্যুতে যা যা থাকছে-

সকাল: মাংস , ভুনাখিচুড়ি। দুপুর: সাদা ভাত,ইলিশমাছ ভাজা,গরুর মাংস, সবজি, ডাল,কোক/পেপসি। রাত: চিকেন বার বি কিউ (সম্ভব হলে)। স্মৃতি ধরে রাখতে প্রতি জন পাবে গ্রুপের লোগো যুক্ত টি শার্ট, গ্রুপের লোগো যুক্ত চাবির রিং, ফ্রী ফটোগ্রাফি।
রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ১৯/১০/২২ইং ভ্রমণে সঙ্গী হতে যোগাযোগ করুন রেজাউল করিম ০১৬৭৫০৮৭৯৬৪।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি চলছে

স্বল্প খরচে নৌ-বিহারে ঘুরে আসুন ইলিশের বাড়ি চাঁদপুর

প্রকাশিত : ০৩:০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২

মেঘনা কন্যা চাঁদপুরকে নিয়ে রয়েছে অনেক কথা। কেউ বলেন, ‘রূপসী চাঁদপুর’, কেউ বলেন ‘ইলিশের দেশ চাঁদপুর’। আবার কেউ চাঁদ সওদাগরের সপ্তডিঙ্গা মধুকরের পালতোলা জাহাজের নোঙর খুঁজে বেড়ান চাঁদপুর জনপদে। এভাবেই নানাজনের নানা ভাবনায় সুদীর্ঘ সময়ের পথ পরিক্রমায় ঐতিহ্য আর আদর্শের নীরব সাক্ষী চাঁদপুর। মেঘনা-ডাকাতিয়া আর ধনাগোদা নদীর জলধারায় বিধৌত দেশের অন্যতম বাণিজ্য বসতির জনপদ শ্যামলী চাঁদপুর ঘুরে দেখার সুবর্ণ সুযোগ।

যেখানেই ভ্রমণে যাবেন যাতায়াত-খাওয়াসহ বেশ অনেকটা খরচ হয় ভ্রমণে। এ কারণে অনেকেই দূরে কোথাও ভ্রমণের আগে দশবার ভাবেন! সেক্ষেত্রে যদি আপনি কোনো গ্রুপের সঙ্গে যান তাহলে খরচ কমে অনেক অনেক। তাই স্বল্প খরচে দিনভর নৌ-বিহারে ভ্রমণ, খাবার, বারবিকিউ পার্টিসহ ভ্রমণের আয়োজন করছে ‘এসএসসি ২০১০ এইচএসসি ২০১২ অফিসিয়াল বাংলাদেশ’।

আগামী ২৮ অক্টোবর এই গ্রুপের সদস্যরা যাচ্ছেন ইলিশের দেশ চাঁদপুর ভ্রমণে। মাত্র ১৬০০ টাকার এই ‘ডে লং টুর প্যাকেজে’ আপনি ঘুরতে পারবেন চাঁদপুরের ৪ স্থান- মোহনপুর পর্যটন কেন্দ্র, মোহনপুর মিনি কক্সবাজার, মেঘনা মোহনা, চাঁদপুর ইলিশ ঘাট। এই খরচের মধ্যেই থাকবে ঢাকা-চাঁদপুর-ঢাকা রিজার্ভ লঞ্চ, সকালের নাস্তা ও দুপুরের খাবার বাদেও ভ্রমণে বিশেষ আকর্ষণ ফ্রি র‌্যাফেল ড্র তে থাকছে আকর্ষনীয় আন্ড্রয়েড মোবাইলসহ সর্বমোট ১৫ টি পুরস্কার।

২৮ অক্টোবর সকাল ৭টায় শুরু (ঢাকা সদরঘাট ভি আই পি গেট হতে) রাত ৮টার মধ্যেই ফিরতে পারবেন ঢাকায়। ট্যুরে যাওয়ার সময় সঙ্গে রাখতে ভুলবেন না কিছু প্রয়োজনীয় জিনিস যেমন- পানিতে ভিজানো যায় এমন স্যান্ডেল বা জুতা, সানগ্লাস, হ্যাট, পানির বোতল, গামছা, হালকা ব্যাগ, প্রয়োজনীয় ওষুধ, ক্যামেরা, পাওয়ার ব্যাংক।

নৌ-বিহারে যাওয়া থেকে আসা:
২৮ অক্টোবর (শুক্রবার) ৪০০ জনের নৌ বিহার সকাল ৮টায় লঞ্চের মধ্যে নাস্তা করে ঠিক ৯ টায় জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু। মোহনপুর পর্যটন কেন্দ্রে যাওয়া পর্যন্ত চলবে ভ্রমণ পিপাসু সকল সদস্যদের পারফরম্যান্স ।
দুপুর ১২ টায় মোহনপুর পর্যটন কেন্দ্রে সি বিচে ব্রাজিল বনাম আরজের্টিনা ফুটবল প্রিতি মাচ শেষে বিচে গোসল করে দুপুরের লাঞ্চ। বিকাল ৩টায় মেঘনার মোহনায় ঘুরাঘুরি শেষে বিকাল ৫টায় ঢাকার উদ্দেশ্য রওনা। থাকছে ডিজে পার্টি, আতশবাজির মতো আনন্দ আড্ডা।

খাবার মেন্যুতে যা যা থাকছে-

সকাল: মাংস , ভুনাখিচুড়ি। দুপুর: সাদা ভাত,ইলিশমাছ ভাজা,গরুর মাংস, সবজি, ডাল,কোক/পেপসি। রাত: চিকেন বার বি কিউ (সম্ভব হলে)। স্মৃতি ধরে রাখতে প্রতি জন পাবে গ্রুপের লোগো যুক্ত টি শার্ট, গ্রুপের লোগো যুক্ত চাবির রিং, ফ্রী ফটোগ্রাফি।
রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ১৯/১০/২২ইং ভ্রমণে সঙ্গী হতে যোগাযোগ করুন রেজাউল করিম ০১৬৭৫০৮৭৯৬৪।

বিজনেস বাংলাদেশ/ হাবিব