সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৩ জানতে পারে যে, রাজধানীর রামপুরা এলাকা হতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী পারভীন (২৬)কে গত ১২ অক্টোবর ২২ ইং রাত ৯ ঘটিকার সময় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি আরো জানান গ্রেফতারকৃত আসামী মাদক ক্রয় বিক্রয়ের বিষয়টি স্বীকার করে এবং সে দীর্ঘদিন যাবৎ রাজধানীর রামপুরা থানায় মাদক মামলার ওয়ারেন্ট হওয়ায় পলাতক জীবন যাপন করে আসছে।গ্রেফতারকৃত আসামী পারভিব এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























