পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, জাতির পিতার স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমানে সু-নেতৃত্বের বড়ই অভাব। লামা উপজেলার আজিজনগর ইউনিয়নটি সুন্দর নেতৃত্বের অভাবে এগিয়ে যেতে পারছেনা। উন্নয়নের জোয়ার দেখে আওয়ামী লীগে নবীনের আগমন হচ্ছে। কিন্তু কোন দুষ্টু লোকের ঠাঁই হবেনা আওয়ামী লীগে।
তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, অবকাঠামো সহ সকল খাতের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সম্পদ সীমিত। তবে আমাদের সন্তানরাই আমাদের মূল সম্পদ। তাদের মানুষের মত মানুষ করে গড়ে তোলা সকলের দায়িত্ব।
শনিবার (১৫ অক্টোবর) দুপুরে বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ, বৌদ্ধ বিহার, ব্রিজ সহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনের পর তিনি সেখানে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এইসব কথা বলেন।
আজিজনগরের ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক লুৎফুর রহমান, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা জাবেদ কায়সার, জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রæ মারমা, লক্ষীপদ দাস, মাহবুবুর রহমান, ফাতেমা পারুল, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত সহ প্রমূখ।
সভা শেষে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্পের আওতায় এবং পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও এনজিও-র উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে গবাদিপশু, ঢেউটিন, স্প্রে মেশিন, সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ


























