ফেনীর – দাগনভূঞায় আকলীমা আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁছানো অবস্থায় পুলিশ তার ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে। আকলীমা আক্তার উপজেলা ইয়াকুবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর পশ্চিম চন্ডিপুর গ্রামের আহসান উল্ল্যাহ’র মেয়ে ও নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট সরকারি মুজিব কলেজ এর একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পরিবারে সূত্রে জানা যায়, আহসান উল্ল্যাহ’র দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে আকলীমা সবার ছোট ছিলো। সে স্থানীয় স্কুলে এসএসসি পাস করে কোম্পানিগঞ্জ এর বসুরহাট সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণীতে ভর্তি হয়। সে- সবার ছোট সুবাদে একটু আদর ও আবদার বেশীই ছিলো। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে কলেজে যাওয়ার কথা বলে সে টাকা চায়। মা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে। এর পর বাবার কাছে গিয়ে টাকা চায়। মেয়েটির বাবাও মায়ের মতো একই কথা বলেন। এছাড়া বাবা বলেন আজ শনিবার কলেজ বন্ধ থাকার কথা।
এরপর সে — ” তোমাদের কাছে আর টাকা চাইবো না ” এ কথা বলে সে মন খারাপ করে, নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরিবারের ধারণা অভিমান কমলে সে দরজা খুলবে, কিন্তু দুপুর ১২ টার দিকেও সে দরজা না খোলায় সবাই ডাকাডাকি ডাকি করতে থাকে। কিন্তু এরপরও দরজা না খোলায়, তারা বেড়ার ফাঁক দিয়ে তাকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়! পরে দাগনভূঞা থানা পুলিশ কে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করে। এবং ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো: হাসান ইমাম’ ছাত্রীর মায়ের কথায় উদ্ধৃতি দিয়ে বলেন’ কলেজে যাওয়ার জন্য টাকা দিতে না পাড়ায় সে অভিমান করে আত্মহত্যা করেছে, তবে অন্য কারণ থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে!
বিজনেস বাংলাদেশ/ হাবিব



















