জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) টাঙ্গাইলের উদ্যোগে গণসচেতনতামূলক র্যালি, লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে। ‘আইন মেনে সড়ক চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকাল ১১ টায় শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ টাঙ্গাইলের সহকারি পরিচালক মো. আলতাব হোসেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন, বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদার, বিআরটিএ মোটরযান পরিদর্শক বশির উদ্দিন আহমেদ, রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ। এ সময় বাসসহ বিভিন্ন চালকদের মাঝে গণসচেতনতামূলক লিফলেট স্টিকার বিতরণ করা হয়।
বিজনেস বাংলাদেশ/ হাবিব






















