জেলা পরিষদ নির্বাচনে সাতকানিয়ায় সদস্য পদে বিজয়ী হয়েছেন আব্দুল আলিম,সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন সুরাইয়া খানম লিলি।
১৭ অক্টোবর সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহণ।কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে জেলা পরিষদ নির্বাচন, ভোট গ্রহণ শেষে প্রার্থীদের নাম ঘোষণা করা হয় ১১৭ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল আলিম।
এছাড়াও মনির আহমদ পেয়েছেন ৯২ ভোট গোলাম ফেরদৌস পেয়েছেন ২২ ভোট। এদিকে সংরক্ষিত মহিলা সদস্য বিজয়ী হয়েছেন লোহাগাড়ার মেয়ে সুরাইয়া খানম লিলি। মাত্র এক ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে রেকর্ড গড়লেন সুরাইয়া খানম লিলি।
সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যে সাতকানিয়ায় শাহিদা আক্তার জাহান( হরিণ ) ১২২ ভোট,সুরাইয়া
খানম লিলি (ফুটবল ) ৮১ভোট, দিলোয়ারা বেগম (টেবিল ঘড়ি) ১৫ ভোট,রোকসানা আক্তার (দোয়াত কলম)৮ ভোট,
তসলিমা আক্তার ( বই ) ৩ ভোট, শিকু আরা বেগম (মাইক) ২ ভোট পেয়েছেন।
সুরাইয়া খানম লিলি লোহাগাড়া পেয়েছেন ৭৪ভোট সাতকানিয়া ৮১ ভোট বাঁশখালী ৩৬ ভোট সর্বমোট
১৯১ ভোটে বিজয়ী হয়েছে তিনি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























