উদ্যোক্তা ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে জমজমাট আয়োজনে সুতাকথন নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা আয়োজিত বর্ষপূর্তি উদ্যোক্তা মেলার উদ্বোধন হল। শুক্রবার, ২১ অক্টোবর রাজধানীর মিরপুরে এমডিসি মডেল ইনস্টিটিউটে দুই দিন ব্যপি এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মেলা উদ্বোধন করেন ঢাকা ১৬ আসনের এমপি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা।
মেলার সভাপতিত্ব করেন সুতাকথন নারী উন্নয়ন সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌস ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ebdbazar.com- এর সিইও চাঁদনী আক্তার।
মেলায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা বলেন, ‘বিগত দু’বছর থেকে প্রধান উপদেষ্টা হিসেবে সুতাকথন নারী উন্নয়ন সংস্থার সাথে রয়েছি এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ, উদ্যোক্তারা অনেক বড় হোক আমি মনে প্রাণে চাই। নারীরা এখন আর পিছিয়ে নেই। নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার। যার ফলশ্রুতিতে বর্তমানে সরকারি-বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানেই নারীরা গুরুত্বপূর্ণ পদে আসীন হচ্ছেন। নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা যোগাতে এবং নিজেদের তৈরি পণ্যের প্রসার ঘটাতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় তিনি ইবিডিবাজার এর সিইও চাঁদনী আক্তারকে ধন্যবাদ জানিয়ে এমপি বলেন, ‘সুতাকথন নারী উন্নয়ন সংস্থার পাশে থেকে উদ্যোক্তাবান্ধব ই-কমার্স প্লাটফর্ম ইবিডিবাজারের মাধ্যমে সেলার হিসেবে নারী উদ্যোক্তাদের হাতে তৈরি বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প তুলে ধরার চেষ্টা প্রচেষ্টা শুরু করেছেন সে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অনুষ্ঠানে ইবিডিবাজার- এর সিইও চাঁদনী আক্তার সুতাকথন নারী উন্নয়ন সংস্থার সকল উদোক্তারা সেলার হিসেবে ebdbazar.com তাদের পণ্য বিক্রি করতে পারবে এবং বিশ্বের কাছে উদ্যোক্তা পণ্য পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন।
সুতাকথন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কুমকুম ফকির ও পাপিয়া ইকবাল বলেন, নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতেই ধারাবাহিক এই আয়োজন।এবারের মেলায় প্রায় ৫০ জনের ও বেশি নারী উদ্যোক্তার স্টল বসেছে। আগামীতে আরও বড় পরিসরে এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
মেলায় অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন, লিপি খন্দকার, আনোয়ার হোসেন, আজাদ হোসেন রাজু, সংস্থার সহ-সভাপতি, তাসলিমা পারভীন, সেক্রেটারি, হোসনে শাহানা পাপিয়া, সাংগঠনিক সম্পাদিকা কুমকুম ফকির, রোটারিয়ান রেজাউল হক হিরো, এহসান শিবলী, শোভা হোসাইন, তানি জাহানসহ ১০০ শত নারী উদ্যোক্তা। মেলায় মোট ৪০ টির অধিক স্টল নিয়ে বিভিন্ন পণ্যের সমাহার সাজিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা।
মেলা চলবে ২২ অক্টোবর সকাল ৯ টা থেকে রাত ৯ পর্যন্ত।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ