সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতি, চুরি, মাদক সহ মোট ১১টি মামলার আসামী এরমধ্যে ৩টি মামলার পরোয়ানাভুক্ত আসামী সাইফুল ইসলাম সহ ৬জন কে আটক করা হয়েছে। ২১অক্টোবর, সাতকানিয়ার বিওসির মোড় এলাকায় অভিযান চালিয়ে ১১মামলার আসামী সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসআই(নিঃ) সামছুদ্দৌহা, এসআই(নিঃ) মোঃ মমিন হোসেন, এএসআই(নিঃ) নিজাম মিয়া, এএসআই(নিঃ) মোঃ মজিবুর রহমান এসআই(নিঃ) মোঃ জাহাঙ্গীর দর্জি সঙ্গীয় ফোর্সসহ
বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি, চুরি, মাদক সহ মোট ১১টি মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ সাইফুল ইসলামসহ মোট ৬জনকে আটক করে।
আটককৃত আসামীরা হলেন,
১। সাইফুল ইসলাম সাইফু (৩৮), পিতা-আহম্মদ ছফা, সাং-জনার কেওচিয়া, তেমুহনী, মন তালুকদার পাড়া,
২। মোঃ সেলিম, ও ০৩) আবদুস সালাম প্রকাশ (মদন ড্রাইভার), উভয় পিতা-মোঃ ইসমাইল, সাং-খাগরিয়া, ৬নং ওয়ার্ড, মাইজপাড়া,
৪। মোঃ ইসমাইল, পিতা-মমতাজ বৈদ্য, সাং-উত্তর ছদাহা, নরগ্যা পাড়া,
৫। নাসির আহম্মদ, পিতা-মৃত মফিজুর রহমান, সাং-সোনাকানিয়া, মির্জারখীল কুতুবপাড়া, ২নং ওয়ার্ড,
৬। মোঃ এনাম হোসেন আকাশ (২৮), পিতা-আব্দুর রহমান, সাং-পশ্চিম কাঠগড়, ০১নং ওয়ার্ড, ফোরকানিয়া বড় বাড়ী, ১১নং কালিয়াইশ ইউপি, থানা-সাতকানিয়া,
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























