খুলনায় বৃষ্টিতে ভিজতে ছয় তলার ছাদে উঠে পা পিছলে নিচে পড়ে মারা গেছেন নুসরাত জাহান লাকি (১৮) নামে এক তরুণী ।
তিনি খুলনা মহিলা কলেজের একাদশ শ্রেণিতে পড়তেন।
সোমবার দুপুরে নগরীর খালিশপুরের মুজগুন্নী আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লাকি খুলনা নগরীর বাস্তুহারা কলোনির আব্দুল হাকিমের মেয়ে।
খালিশপুর থানার উপ-পরিদর্শক মো. হাসমত আলী জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার দুপুরে প্রচুর বৃষ্টি হচ্ছিল।
তখন লাকী বৃষ্টিতে গোসল করার জন্য ছয়তলা ভবনের ছাদে ওঠেন। এ সময় তার সঙ্গে আরও এক তরুণী ছিল।
একপর্যায়ে অসাবধানতার কারণে পা পিছলে লাকী ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে যান।
এতে তিনি বুক ও মাথায় গুরুতর আঘাত পান।
এসময় সঙ্গে থাকা তরুণীর চিৎকারে বাড়ির অন্যরা ছুটে এসে লাকীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ