চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া ঠাকুঁরদীঘি বাজার এলাকায় পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার সহ তিনজন কে আটক করা হয়েছে। ২৬ অক্টোবর বুধবার, পিএসআই(নিঃ) মোঃ হাসান সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে
হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করিয়া গোপন সংবাদের ভিত্তিতে গাড়ী তল্লাশি করে মোঃ পারভেজ (২৫) কে ৩০০পিছ ইয়াবা সহ আটক করে। পারভেজ শরীয়তপুর জেলার -আতাবর ব্যাপারীর ছেলে।
এসআই মোঃ দুলাল হোসেন পিপিএম একই তারিখ ও ঘটনাস্থল হইতে গোপন সংবাদের ভিত্তিতে গাড়ী তল্লাশি করে মাদক ব্যবসায়ী মোঃ মামুন শেখ (২৮)কে ১০০০পিছ ইয়াবা সহ আটক করে, আসামী মামুন শেখ বটিয়াঘাটা, হরিনটানা, খুলনা জেলার আবুল সাহেব এর বাড়ীর ফারুক শেখ এর ছেলে।
এসআই মোঃ ছালামত উল্লাহ একই তারিখ ও ঘটনাস্থল হইতে গোপন সংবাদের ভিত্তিতে গাড়ী তল্লাশি করিয়া মাদক ব্যবসায়ী জাহেদা আকতার (২৪),কে ১০০০ পিছ ইয়াবা সহ আটক করে।আটককৃত জাহেদা আক্তারের বাড়ি দক্ষিণ বুড়ি পুকুর চিরিঙ্গা চকরিয়া,
স্বামী-হাফেজ মহিউদ্দিন, পিতা-মাওলানা হোসাইন আহমদ। সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ


























