জেলার ইটনা উপজেলায় ২০২২-২০২৩ অর্থবছরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প এর আওতায় কৃষকদের মাঝে ২রা নভেম্বর বুধবার দুপুরে ভর্তুকি মূল্যে প্রায় ৩ কোটি টাকার কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। ইটনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার, কৃষক সজিব মিয়া,আব্দুল কাদির, আবু সাঈদ, আবু বক্কর সিদ্দিক, বাচ্চু মিয়া, আলাল উদ্দিন, কাঞ্চন মিয়া ও রেজাউল আলম সহ মোট ৮জনকে প্রতিকী চাবির মাধ্যমে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেন। প্রত্যেকটি কম্বাইন হারভেস্টার মেশিনের মূল্য ৩৬ থেকে ৩৯ লক্ষ টাকা। যাহা কৃষকদের মাঝে ৭০% ভর্তুকিতে দেওয়া হয়। তখন উপস্থিত ছিলেন ইটনা উপজেলা কৃষি অফিসার উজ্জল সাহা, ইটনা উপজেলা কৃষি সম্প্রাসরণ কর্মকর্তা অভিজিৎ সরকার, উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























