সাম্প্রতিক সময়ে রাজধানীর ভাটার এলাকা হতে সৌদি আরবে মানব পাচারকারী চক্রেরমূলহোতা মোঃ আলীম হোসেন (৩০) ও তার সহযোগী মোঃ আসলাম মিয়া (২৫)কে গত। ৭ নভেম্বর ২২ ইংগ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিনআহমেদ।
তিনি জানান,আসামীরা ভিকটিমদের নিকট হতে সৌদি আরবে রেস্টুরেন্টে কাজের ভাল ভিসা, উচ্চ বেতন, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রীসহ চাকুরী দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে সৌদি আরবে প্রেরণ করে তাদের সৌদিতে একটি সংঘবদ্ধ চক্রেরনিকট বিক্রি করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেজানান,ফারজানা হক সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) র্যাব-৩।
বিজনেস বাংলাদেশ / হাবিব


























