দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হলো চন্দনাইশের বরকল সেতু। ৭ নভেম্বর (সোমবার)সকাল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালী উদ্বোধন করেন চন্দনাইশ-আনোয়ারা সংযোগ সড়কের বহুল প্রতীক্ষিত এই বরকল সেতু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রেস ব্রিফিং করেন, স্হানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি, এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ মো.আনোয়ার হোসেন, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সড়ক-সার্কেল) জাহেদ হোসেন, চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, আওয়ামী যুবলীগ নেতা তৌহিদুল আলম,আ’লীগ নেতা মোজাম্মেল হক, এম.সিরাজুল ইসলাম চৌধুরী, আনসারুল হক, জহির উদ্দিন হিরু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান,কাফি চৌধুরী,সম্রাট চৌধুরীসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ায় দুই উপজেলার মানুষ মাঝে আনন্দে উল্লাসিত। জানা যায়, আনোয়ারা -চন্দনাইশ দুই উপজেলার পিএবি সড়কের চাঁনখালী খালের ওপর মধ্যবর্তী সংযোগ স্থাপনকারী হিসেবে নির্মিত হয় এই সেতু। সওজ জানায়, প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ এই সেতুটি নির্মিত হয়।
সচেতন মহল মনে করেন, এই সেতুর মাধ্যমে বঙ্গবন্ধু টানেলের সাথে সরাসরি সংযুক্ত হতে পারবে চন্দনাইশ, লোহাগাড়া, সাতকানিয়া উপজেলাসহ পুরো দক্ষিণ চট্টগ্রাম। এতে কক্সবাজারের সাথে সাথে যোগাযোগ ব্যবস্থা আরও সহজতর হবে বলে মনে করছেন সেতু সংশ্লিষ্টরা। ফলে পাল্টে যাবে দক্ষিণ চট্টগ্রামের আর্থ-সামাজিক অবস্থা।
বিজনেস বাংলাদেশ / হাবিব


























