কুমিল্লার হোমনায় ২২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৭৬ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। গ্রেফতাররা হলেন- মো. আরাফাত হোসেন (২৭), মো. জোবায়ের হোসেন (৩৫), মোছা. শিল্পী আক্তার (৩৮) ও মোছা. লিপি আক্তার (২০)। র্যাব-১০ এর মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার হোমনা থানাধীন ঘনিয়ারচর ও জয়নগর গ্রামে দুটি পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় হোমনা থানায় মাদক আইনে দুটি মামলা দায়ের করেছে র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে এরশাদ হোসেন (৪২) নামে আরও আরেকজন পালিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, আসামিদের কাছ থেকে ২২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৭৬ কেজি গাঁজাসহ ৩টি মোবাইল ফোন, নগদ ১ হাজার ৬০ টাকা ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। র্যাব-১০ এর এসআই মো. মেহেদুল ইসলাম জানান, মাদক উদ্ধার অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থেকে ২২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। জয়নগর গ্রামের শিল্লী আক্তারের বাড়ি থেকে মাদক ক্রয় করে হোমনায় যাওয়ার পথে মোটরসাইকেলসহ দুজনকে ২৪ কেজি গাঁজা এবং শিল্লী আক্তারের বাড়ি থেকে ৫২ কেজি কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে হোমনা থানায় দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, র্যাবের হাতে গ্রেফতার আসামিদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ / হাবিব