কুমিল্লার নাঙ্গলকোটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার ১৪ নভেম্বর ডায়াবেটিস সমিতির আয়োজনে নাঙ্গলকোট পৌর বাজার এলাকায় ফ্রী মেডিকেল ক্যাম্প, শোভাযাত্রা ও আলোচনা সভা হয়।
সভায় ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভ‚ইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমিতিরি প্রকল্প পরিচালক এডভোকেট রফিকুল ইসলাম, সাবেক এএসপি আব্দুল কুদ্দুস, তৈবুর রহমান ও মহিলা নেত্রী হিরা প্রমূখ।

শেষে ডায়াবেটিক হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও ডায়াবেটিক হাসপাতালে এসে শেষ হয়।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























