Top
 ঢাকা রাত ১০:৩৪, সোমবার, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

কাতার বিশ্বকাপের প্রথম লাল কার্ড

কাতার বিশ্বকাপের ১৭তম ম্যাচে এসে প্রথম লাল কার্ড দেখা গেল। ইরান এবং ওয়েলসের মধ্যকার আজকের (২৫ নভেম্বর) ম্যাচে এসে লাল কার্ড দেখাতে বাধ্য হলেন রেফারি। লাল কার্ড হজম করেছেন ওয়েলসের গোলরক্ষক ওয়েইন হেনেসি।

ইরানের বিপক্ষে দারুণ স্নায়ুক্ষয়ী এক ম্যাচ খেলেছে ইউরোপের দেশ ওয়েলস। দুই দলই কাঁধে কাঁধ মিলিয়ে দারুণভাবে লড়ছে পুরো ম্যাচজুড়ে।

এই ম্যাচের শেষ দিকে খেলার ৮৬তম মিনিটে কাতার বিশ্বকাপের প্রথম লাল কার্ড বের করতে বাধ্য হয় রেফারি। এই সময় ইরানের একটা আক্রমণ ঠেকাতে ডি-বক্স থেকে বেরিয়ে আসেন ওয়েলসের গোলরক্ষক হেনেসি। এই সময় ইরানের স্ট্রাইকার তারেমির সঙ্গে সংঘর্ষ হয় এই গোলরক্ষকের।

পরবর্তীতে ভিএআর দেখে রেফারি এই গোলরক্ষককে লাল কার্ড দেখাতে বাধ্য হন। পরবর্তীতে আরেক গোলরক্ষক ড্যানি ওয়ার্ডকে নামান ওয়েলস কোচ। উঠিয়ে দেওয়া হয় অ্যারন রামসেকে।

বিজনেস বাংলাদেশ/ bh

এ বিভাগের আরও সংবাদ