কাতার নয় এ যেন ভেড়ামারায় বিশ্বকাপ। পতাকার জার্সি নিয়ে বিশ্বকাপের উন্মোদনায় বাংলাদেশ। কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় ঘুরে দেখা যাচ্ছে কেউ আর্জেন্টিনার জার্সি গায়ে লাগিয়েছে কেউবা ব্রাজিল। এই ফুটবল বিশ্বকাপ কে কেন্দ্র করে আমেজের শেষ নেই। ভেড়ামারা বাসির অলিগলিতে, বাসা-বাড়িতে, বাজার-দোকানে, অফিসে, স্কুল-কলেজে, রাস্তাঘাটে, চলার পথে মেসি-নেইমার-রোনালদো এ যেন অন্যরকম আনন্দ। শুধু পতাকা নয় সুই-সুতোই বোনা হচ্ছে স্বপ্ন। বোনা হচ্ছে হাজারো আবেগ, অনুভূতি আর ভালোবাসার নাম।
ফিফা বিশ্বকাপ -২০২২। তবে অংশগ্রহণ নাইবা থাকুক বাংলাদেশ উৎসবে মাতোয়ারা হতে তো বাধা নেই। বরাবরের মতো এবারও খেলা পাগল বাঙালি নিজ দলকে সমর্থন দিতে। যত খেলা হচ্ছে ততই বাড়ছে মানুষের মধ্যে উত্তেজনা।
দোকানিরা বলছেন, আর্জেন্টিনা, ব্রাজিল তো আছেই সঙ্গে চাহিদার তুঙ্গে পর্তুগাল, ফ্রান্স, জার্মানির জার্সি ও পতাকা। কাতার বিশ্বকাপ নিয়ে দোকানদের প্রস্তুতি প্রায় শেষ। এখন অপেক্ষা শুধু কে কতদূর যেতে পারবে, কে কত পয়েন্ট অর্জন করবে। চার বছর অপেক্ষার পর উৎসবের আমেজ। দোকানিরা বলছেন, মোড়ে মোড়ে চলছে খেলা দেখার আয়োজন সেই সাথে রান্নাবান্না, খাওয়া-দাওয়ার আয়োজন। তর্ক-বিতর্ক যুক্তি পাল্টা যুক্তি এই সবই পছন্দের দলকে সমর্থনের জন্য।
প্রতিবার বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল-আর্জেন্টিনায় বিভক্ত হয়ে যায় বাংলাদেশ এবারও ব্যতিক্রম নয়। প্রিয় দল ও খেলোয়াড়দের কাছে প্রত্যাশার যেন অন্ত নেই। গোটা বিশ্বের মত উন্মোদনার হওয়া লেগেছেও প্রিয় দল খেলোয়ারদের সমর্থন জানাতে। চলছে জোর প্রস্তুতি গোটা বিশ্বকে এক সুতোয় গেথে রাখবে এমন প্রত্যাশাই সবার।
বিজনেস বাংলাদেশ/ হাবিব






















