দীর্ঘ ২যুগ পর ১৯৫৭ সালে স্থাপিত ৬৫বছরের পুরাতন শিবগঞ্জে ঐতিহ্যবাহী কানসাট ক্লাব পরিচালনা পরিণষদের নির্বাচন আগামী ০৭’ই ডিসেম্বর বুধবার।এ নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ভোটারে দ্বারে দ্বারে ঘুরছে। ক্লাবের আহবায়ক কমিটির সদস্য অবসর প্রাপ্ত শিক্ষক আলতাফ উদ্দিন জানান, কানসাট এলাকার যুবক সম্প্রদায়ের উদ্যোগে পুরাতন কমিটির সদস্যদের সাথে যোগযোগ করে গত ২০ ফেব্রয়ারী কানসাট ক্লাবের সাধারণ সভায় পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১জন আহবায়ক ও ৪ জন সদস্য নিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক আফতাব উদ্দিন মাস্টার বলেন সাধারন সদস্যদের দাবীর মুখে আমরা পুরাতন সদস্যদের নবায়ন ও নতুন সদস্য ভর্তির ব্যবস্থা করি। ৬৯০জন পুরাতন সদস্যদের নবায়ন ও ২৮৭৯জন নতুন সদস্য ভর্তি করা হয়। বর্তমানে সদস্য সংখ্যা ৩৫৯২জন। সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য আমরা কানসাট সাইফুদ্দিন মেমোরিয়াল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলামকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করেছি।এ নির্বাচন কমিটির অধীনে আগামী ৭ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন অধ্যক্ষ আমিনুল ইসরাম জানান এ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদন সহ মোট ১২পদে ৩৭জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ভোটার সংখ্যা হলো ৩৫৯২জন। প্রশাসনের অনুমতি সাপেক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে সাইফুদ্দিন মেমোরিয়াল ফাজিল মাদ্রাসায়।১জন প্রিজাইডিং অফিসারের অধীনে ১২জন সহকারী প্রিজাইডিং ও ২৪জন পুলিং অফিসার থাকবে। বুথ থাকবে মোট ১২টি। নির্বাচনে সভাপতি পদে আওয়ামী সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক,ফেরদৌস রহমান মিলন(চেয়ার প্রতিক) আনারস প্রতিক শিবগঞ্জ উপজেলাপরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহীদুল হক হায়দারী (শহীদ মিঞা) প্রতিদ্বন্দিতা করছেন।সাধারণ সম্পাদক পদে গোলাম সারোয়ার আবেদী চাকা প্রতীকে ও গাড়ী প্রতীক নিয়ে লড়ছেন কানসাট আম আড়ৎদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু গরুর গাড়ি প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
সভাপতি প্রার্থী ফেরদৌস রহমান মিলনের ভাষ্যমতে নির্বাচন কমিশন আমিনুল ইসলাম, প্রার্থী যাচাইবাছাই, প্রার্থীতা প্রত্যাহার ও কানসাট পল্লীবিদ্যুৎ পোড়ানো সহ বিভিন্ন নাশকতার মামলার আসামীকে নির্বাচনে অংশ গ্রহনের সুযোগ দেয়া সহ বিভিন্ন বিষযে অনিযমের অভিযোগ তুলেছেন্। তবে নির্বাাচন কমিশন আমিনুল ইসলাম তার অভিযোগ অস্বীকার করে বলেন ক্লাবের পুর্বের গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে সমস্ত কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব