দেশব্যাপী বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং শিশু কিশোর ও তরুণদের মধ্যে প্রযুক্তিগত উদ্ভাবনী চেতনা বিকাশের লক্ষ্যে নাসিরনগর উপজেলায় ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ৬ ডিসেম্বর ২০২২ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে জাতীয় বিজ্ঞান সপ্তাহের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার এর সঞ্চালনায় ” বিদ্যুৎ ও পানির অপচয় রোধ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাঈন উদ্দিন, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী প্রমুখ। সভার শেষে সভাপতি পরিষদ চত্বরে অতিথিদের নিয়ে বিজ্ঞান মেলা শুভ উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় নাসিরনগর উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ ১৭ টি স্টল অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, ছাত্র/ছাত্রীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























