০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

জিজ্ঞাসাবাদের জন্য ফখরুল,মির্জা আব্বাসকে ডিবিতে আনা হয়েছে:ডিবি প্রধান

’আটক বা গ্রেপ্তার নয়, জিজ্ঞাসাবাদের জন্য ফখরুল, মির্জা আব্বাসকে ডিবি কার্যলয়ে আনা হয়েছে’ বলে গণমাধ্যমে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। শুক্রবার সকাল সাড়ে ১১টায় ডিবি কার্যলয়ের সামনে সাংবাদিক এক প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।

হারুন বলেন ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস দুজনেই আমাদের হেফাজতে আছে। দুজনকেই আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষ করে আমরা পরবর্তী সিদ্ধান্তের কথা জানাতে পারব।’

এর আগে, বৃহস্পতিবার গভীর রাতে সাদা পোশাকের পুলিশ তাদের বাসা থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের স্ত্রী রাহাত আরা বেগম দাবি করেন- রাত দশটা থেকে উত্তরায় তাদের বাসার আশেপাশে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ। রাত সাড়ে তিনটার দিকে বাসা থেকে তুলে নিয়ে যায় বিএনপি মহাসচিবকে।

অন্যদিকে রাত তিনটার দিকে বাসা থেকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকের পুলিশ। এমন অভিযোগ তার স্ত্রী আফরোজা আব্বাসের। তিনি জানান, বিএনপির শনিবারের সমাবেশের ভেন্যু পরিদর্শন শেষে বাসায় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন মির্জা আব্বাস। পরে নেতারা চলে গেলে একটি গাড়িতে করে তাকে নিয়ে যায় পুলিশ।

এর আগে মির্জা আব্বাসের নেতৃত্বে ঢাকায় গণসমাবেশের জন্য কমলাপুর স্টেডিয়াম ও বাংলা কলেজ মাঠ পরিদর্শন করে বিএনপির প্রতিনিধি দল। পরে মির্জা আব্বাস জানান, স্থায়ী কমিটির সাথে বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে, সমাবেশের ভেন্যুর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি। তবে আগামীকাল ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ করার বিষয়টি নিশ্চিত করেছে দলটির নীতিনির্ধারণী মহল।অন্যদিকে নয়াপল্টনের বর্তমান অবস্থায় ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে,লোক শুন্য নয়াপল্টন এলাকা পল্টন চলাচল রত সাধারন মানুষের মোবাইল ফোনের মোসেন্জার ও হোয়ার্স চেক করছে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাগন।বাসার থেকে আনা নাস্তা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালের নাস্তা করেছেন ডিবি কার্যালয়ে ।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ডাকসু নির্বাচনে দুপুরের মধ্যে প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

জিজ্ঞাসাবাদের জন্য ফখরুল,মির্জা আব্বাসকে ডিবিতে আনা হয়েছে:ডিবি প্রধান

প্রকাশিত : ১২:৪৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২

’আটক বা গ্রেপ্তার নয়, জিজ্ঞাসাবাদের জন্য ফখরুল, মির্জা আব্বাসকে ডিবি কার্যলয়ে আনা হয়েছে’ বলে গণমাধ্যমে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। শুক্রবার সকাল সাড়ে ১১টায় ডিবি কার্যলয়ের সামনে সাংবাদিক এক প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।

হারুন বলেন ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস দুজনেই আমাদের হেফাজতে আছে। দুজনকেই আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষ করে আমরা পরবর্তী সিদ্ধান্তের কথা জানাতে পারব।’

এর আগে, বৃহস্পতিবার গভীর রাতে সাদা পোশাকের পুলিশ তাদের বাসা থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের স্ত্রী রাহাত আরা বেগম দাবি করেন- রাত দশটা থেকে উত্তরায় তাদের বাসার আশেপাশে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ। রাত সাড়ে তিনটার দিকে বাসা থেকে তুলে নিয়ে যায় বিএনপি মহাসচিবকে।

অন্যদিকে রাত তিনটার দিকে বাসা থেকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকের পুলিশ। এমন অভিযোগ তার স্ত্রী আফরোজা আব্বাসের। তিনি জানান, বিএনপির শনিবারের সমাবেশের ভেন্যু পরিদর্শন শেষে বাসায় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন মির্জা আব্বাস। পরে নেতারা চলে গেলে একটি গাড়িতে করে তাকে নিয়ে যায় পুলিশ।

এর আগে মির্জা আব্বাসের নেতৃত্বে ঢাকায় গণসমাবেশের জন্য কমলাপুর স্টেডিয়াম ও বাংলা কলেজ মাঠ পরিদর্শন করে বিএনপির প্রতিনিধি দল। পরে মির্জা আব্বাস জানান, স্থায়ী কমিটির সাথে বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে, সমাবেশের ভেন্যুর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি। তবে আগামীকাল ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ করার বিষয়টি নিশ্চিত করেছে দলটির নীতিনির্ধারণী মহল।অন্যদিকে নয়াপল্টনের বর্তমান অবস্থায় ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে,লোক শুন্য নয়াপল্টন এলাকা পল্টন চলাচল রত সাধারন মানুষের মোবাইল ফোনের মোসেন্জার ও হোয়ার্স চেক করছে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাগন।বাসার থেকে আনা নাস্তা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালের নাস্তা করেছেন ডিবি কার্যালয়ে ।

বিজনেস বাংলাদেশ/ হাবিব