জবির আইন অনুষদ ছাত্রলীগের দায়িত্বে জিন্না এবং নাদিম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ জিন্নাতুল ফেরদৌস জিন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৪তম ব্যাচের শিক্ষার্থী নাদিম মাহমুদ।
শনিবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস.এম আকতার হোসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
নবনিযুক্ত সভাপতি মোঃ জিন্নাতুল ফেরদৌস জিন্না বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে এগিয়ে নিতে সর্বদা তৎপর থাকবো। এই সংগঠনকে ভালোবাসি এবং সংগঠনের হয়ে কাজ করতে চাই আজীবন। আইন অনুষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সব সময় আইন অনুষদের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে। বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর আদর্শে আপোষহীন হয়ে, আইন অনুষদের সকল শিক্ষার্থীরা এগিয়ে যাবে ছাত্রলীগের হাত ধরে।
এ বিষয়ে উৎসাহ প্রকাশ করে সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর আর্দশ ও মুক্তিযুদ্ধের চেতনায় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সর্বদা মানুষের পাশে থাকাই হোক ছাত্রলীগের একজন কর্মীর আদর্শ । পদ না আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মী এটা আমার বড় পরিচয়। মানবতার মা, বিশ্ব শান্তির অগ্রদূত মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অতীতের ন্যায় সর্বদা জাতির ক্রান্তিলগ্নে কাজ করার প্রতিজ্ঞা হোক ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীর।
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে অন্যন্য প্রতিক রাহুত এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রক্তিম ইউসুফকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব