০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চট্টগ্রাম দক্ষিণ আ. লীগের সম্মেলন শুরু

চট্টগ্রাম দক্ষিণ জেলায় প্রায় দেড় যুগ পর আওয়ামী লীগের ত্রি–বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার, ১২ ডিসেম্বর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল সাড়ে ১১টার দিকে সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সম্মেলনে সভাপতিত্ব করছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপ-মন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়রে নেতারা।

চট্টগ্রাম জেলার বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া, পদুয়া, বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, কর্ণফুলীসহ ৮টি উপজেলা ও ৭টি পৌরসভা নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ গঠিত।

২০০৫ সালে সর্বশেষ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। দেড় যুগ পর অনুষ্ঠিত এই সম্মেলন ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে।

সোমবার বিকেলে সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে জিমনেশিয়ামের ভেতরে। দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের সরাসরি ভোটে অথবা কেন্দ্রীয় নেতাদের সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি নির্বাচিত করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

চট্টগ্রাম দক্ষিণ আ. লীগের সম্মেলন শুরু

প্রকাশিত : ০১:০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২

চট্টগ্রাম দক্ষিণ জেলায় প্রায় দেড় যুগ পর আওয়ামী লীগের ত্রি–বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার, ১২ ডিসেম্বর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল সাড়ে ১১টার দিকে সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সম্মেলনে সভাপতিত্ব করছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপ-মন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়রে নেতারা।

চট্টগ্রাম জেলার বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া, পদুয়া, বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, কর্ণফুলীসহ ৮টি উপজেলা ও ৭টি পৌরসভা নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ গঠিত।

২০০৫ সালে সর্বশেষ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। দেড় যুগ পর অনুষ্ঠিত এই সম্মেলন ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে।

সোমবার বিকেলে সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে জিমনেশিয়ামের ভেতরে। দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের সরাসরি ভোটে অথবা কেন্দ্রীয় নেতাদের সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি নির্বাচিত করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব