বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভানেত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, বাংলাদেশের সামগ্রীক উন্নয়নের পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও ব্যাপক উন্নয়ন হচ্ছে। শুধু ছেলেরা না, মেয়েরাও এখন ফুটবল খেলছে। এটাও বাংলাদেশের একটা অনেক বড় বিস্ময়। তারা শুধু বাংলাদেশের মাটিতে নয়, আন্তর্জাতিকভাবেও তারা পুরস্কার নিয়ে আসছে। এখন খেলা নিয়ে সবাই ব্যস্ত। সবার চোখ এখন টিভির দিকে। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ কেউ আবার ক্রোয়েশিয়া-মরক্কোকেও সাপোর্ট করছে। আমার মনে হয় এমন একদিন আসবে যেদিন ফুটবলে বাংলাদেশকেও সারাবিশ^ সাপোর্ট করবে। মাদকমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই বলেও তিনি মন্তেব্য করেন।
তিনি রোববার (১১ ডিসেম্বর) বিকেলে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ ময়েজউদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আসসাদিকজামান। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, থানার অফিসার ইনচার্জ রহমান মো. আনিসুর রহমান, কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন প্রমুখ।
নরসিংদী ব্র্রাদার্স ক্লাব ও নারায়ণগঞ্জ সিরাজউদ্দৌলা ক্লাবের মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ সিরাজউদ্দৌলা ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে নরসিংদী ব্র্রাদার্স ক্লাব জয় লাভ করে। খেলায় নরসিংদী ব্র্রাদার্স ক্লাবের পক্ষে জয়সূচক গোল দুটি করেন সবুজ ও বিদেশি খেলোয়াড় আইকে। পরে চ্যাম্পিয়ন দলকে নগদ এক লাখ টাকার প্রাইজ মানি ও চ্যাম্পিয়ান ট্রফি এবং রানার্সআপ দলকে পঞ্চাশ হাজার টাকার প্রাইজ মানি ও রানার-আপ ট্রফি প্রদান করা হয়।
বিজনেস বাংলাদেশ/ হাবিব