নরসিংদীর বেলাবতে মোটরসাইকেল দূর্ঘটনায় মোঃ আরিয়ান(১৬) নামে এক মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৮.৪০মিনিটে উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্নে এ দূর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান উপজেলার গাংকুল পাড়া মোঃ আরিফ মিয়ার ছেলে।এবং বেলাব হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান,সকালে ইট বুঝায় ট্রক্টর(ইছারমাতা) গাড়িটি বেপরুয়া গতিতে বেলাব হতে বটেশ্বর বাজারের দিকে যাচ্ছিল এবং রাজারবাগ হতে আরিয়ান ও সোহান নামে দুই বন্ধু মোটরসাইকেল যুগে বেলাব বাজারের দিকে আসছিল ।
রাজারবাগ মোড়ের কাছাকাছি বেলাব রোড ব্রিজ সংলগ্ন স্থানে আসলে মোটারসাইকেল ও ইছারমাতার মুখোমুখি সংঘর্ষে হয়।এতে মোটরসাইকেলর পিছনে থাকা মোঃ আরিয়ান ছিটকে পড়ে ট্রক্টর(ইছারমাতা) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দূর্ঘটনার পর ইছারমাতার ড্রাইভার মোঃ রুকন মিয়া পালিয়ে যায়, ড্রাইভার রুকন মিয়া বেলাব টেকপাড়া গ্রামের মোঃ হিরু মিয়ার ছেলে। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মোঃ নুরুল হাসান ভূঁইয়া বলেন,অদক্ষ চালক আর অনুমোদনহীন গাড়ির কারনে ধরনের দূর্ঘটনা প্রায়ই ঘটে। আমরা অবৈধ গাড়ি বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এ ব্যাপারে বেলাব ওসি (তদন্ত)মোঃ ফরিদ উদ্দিন খাঁন জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব






















