টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা থেকে ৮৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি নাটোরের গুরুদাসপুর থানার সিধুলী গ্রামের জাকির শাহ’র ছেলে সাকিবুল হাসান (৩১)।
অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, র্যাব ১৪ এর ৩ নং কোম্পানীর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে বুধবার বিকেল চার টায় ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড থেকে ৮৫০ গ্রাম হেরোইনসহ সাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, সে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তার বিরুদ্ধে র্যাবের এসআই মো. আসাদুজ্জামান বাদি হয়ে ঘাটাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে ঘাটাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজনেস বাংলাদেশ/ হাবিব